বাংলাদেশি বিজ্ঞানীর হাতে তৈরি হলো বিশ্বের প্রথম সোলার হেলিকপ্টার

Home Page » এক্সক্লুসিভ » বাংলাদেশি বিজ্ঞানীর হাতে তৈরি হলো বিশ্বের প্রথম সোলার হেলিকপ্টার
বুধবার, ৭ আগস্ট ২০১৩



image_62388.jpgবঙ্গ-নিউজ ডটকম: বাংলাদেশি বিজ্ঞানী ড. হাসান শহীদের তত্ত্বাবধানে কুইনমেরি ইউনিভার্সিটি অব লন্ডনের মাস্টার্সের শিক্ষার্থীরা শুধুমাত্র সূর্যের আলো থেকে প্রাপ্ত শক্তি দিয়ে চলতে পারবে এমন হেলিকপ্টার উদ্ভাবন করেছে। সুইজারল্যান্ডের সোলার ইমপালস এবং নাসার সান সিকার, পাথফাইন্ডার ও হেলিওসসহ সোলার প্লেনের অনেক প্রজেক্ট থাকলেও, সোলার হেলিকপ্টার এটাই বিশ্বে প্রথম। হেলিকপ্টারটি মূলত চারটি প্রপেলারযুক্ত (মটর চালিত পাখা) একটি কোয়াডরোটর যা আকাশে উড়তে ব্যাটারি বা অন্য কোনো রকম জ্বালানীর প্রয়োজন হয় না। এটি এ মুহূর্তে টেইক অফ করে কিছু সময় উড়তে পারে। তবে খুব শীঘ্র গবেষণার মাধ্যমে আরও কিছু কাজ সম্পন্ন হলে পর্যাপ্ত সূর্যালোক থাকা পযর্ন্ত সোলারকপ্টারটি আকাশে থাকতে পারবে বলে জানিয়েছেন ড. হাসান শহীদ। সোলার হেলিকপ্টারটির উদ্ভাবনী দলে একজন বাংলাদেশি বংশোদ্ভুত শিক্ষার্থীও রয়েছেন, যার নাম শাকির আহমেদ।কুইনমেরিতে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার শুরু থেকেই ড. হাসান শহীদ গবেষণা করছেন হেলিকপ্টার নিয়ে। এ বিষয়ে তার অধীনে একজন শিক্ষার্থী পিএইচডি এবং অনেকেই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রজেক্ট সম্পন্ন করেছে। এ বিশেষ গবেষণাটি তিনি ২০১১ সালে একটি অনার্স প্রজেক্ট হিসেবে শুরু করেন ইরাকী ছাত্র আলী অবিদআলীর মাধ্যমে। এ প্রজেক্টের মাধ্যমে তৈরি মডেল সোলার হেলিকপ্টারটি কোনো সমস্যা ছাড়া আকাশে উড়তে সক্ষম হয়। সহজে এর গতি নিয়ন্ত্রণও সম্ভব হয়। তবে এর কিছু সীমাবদ্ধতা ছিল। শুধু সৌরশক্তির মাধ্যমে চলতে পারত না এটি; সাথে প্রয়োজন হত ব্যাটারির সহায়তা। হেলিকপ্টারে যুক্ত সোলার প্যানেলের মাধ্যমে চার্জ করা হত ব্যাটারি। এ সীমাবদ্ধতা থেকে শুরু হয়েছিলো পরবর্তী চ্যালেঞ্জ-ব্যাটারী বা অন্য কোনো জ্বালানী ছাড়া শুধু সৌরশক্তির দিয়ে হেলিকপ্টার চালানো। এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রজেক্টটি মাস্টার্স পর্যায়ে নিয়ে নেওয়া হয়, আলী আবিদআলীর সাথে যোগ দেয় আরও ৬ জন ছাত্র, আর ড. হাসান শহীদের সাথে সহ-তত্ত্বাবধায়ক হিসেবে থাকেন কম্পিউটেশনাল মেকানিক্সের অধ্যাপক অ্যান্টোনিও মুনজিযা।

গবেষণার শুরুতে বেশকিছু ডিজাইন প্রস্তাব করা হয়। এর থেকে কম্পিউটারে বিশ্লেষণ করে বেছে নেওয়া হয় উপযুক্ত ডিজাইনটি। বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয় সঠিক নির্মাণ উপাদান। দলের ৫ মাসের পরিশ্রমে তৈরি হয়ে যায় সোলার হেলিকপ্টার, যার নাম দেওয়া হয়ে সোলারকপ্টার। পুরো সিস্টেমের ওজন দাঁড়ায় ১ কেজিরও কম।

ল্যাবে সোলারকপ্টারটি ওড়ার ক্ষমতা যাচাইয়ের জন্য তৈরি করা হয় হ্যালোজেন ল্যাম্পের সমন্বয়ে সান সিমিউলেটর। সিমিউলেটর অন করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অপারেশন শুরু করতেই ঘুরতে শুরু করে চারটি প্রপেলার, কয়েক সেকেন্ডের মধ্যে বেইজ প্লাটফর্ম থেকে উপরে উঠে আসে এই সোলারকপ্টার। ডিপার্টমেন্টের ইন্ডাস্ট্রিয়াল লিয়াজোন ফোরাম ডে-তে যুক্তরাজ্যের বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সামানে মাস্টার্সের ১৭টি প্রজেক্ট উপস্থাপন করা হয় এ বছরের ৬ মার্চ। আর তাতে ন্যাশনাল ফিজিক্স ল্যাবরেটরির শ্রেষ্ঠ পুরস্কার জিতে নেয় সোলারকপ্টার।

এ গবেষণাকে প্রয়োগ বা অ্যাপ্লিকেশন পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়া এখন ড. হাসান শহীদের মূল লক্ষ্য। ইতোমধ্যে পরের ব্যাচের মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য নতুন কাজের তালিকা তৈরি করে প্রজেক্ট প্রস্তাব করেছেন। বর্তমান দলটিও তাদের গ্র্যাজুয়েশন শেষে গ্রীষ্মে আরও কিছু কাজ করতে পারবে বলে আশা করছেন তিনি। গ্রুপের কেউ কেউ ইতোমধ্যে এ বিষয়ে তার অধীনে পিএইচডি গবেষণায় আগ্রহ প্রকাশ করেছে।

ক্যামেরা এবং জিপিএস সিস্টেমের মতো পেলোড নিয়ে শুধু সূর্যের আলোর শক্তিতে মুক্ত আকাশে এ সোলারকপ্টার ওড়ানো পরবর্তী চ্যালেঞ্জ। এটা সম্ভব হলে অপরাধ দমন, সার্চ অ্যান্ড রেসকিউ, গোয়েন্দা বিষয়ক পর্যবেক্ষণ, ট্রাফিক নিয়ন্ত্রণ, সুন্দরবনের মতো বড় জঙ্গল বা সাহারার মতো মরুভূমিতে জীবজন্তুর বিচরণ পর্যবেক্ষণ, আবহাওয়া বিষয়ক তথ্য সংগ্রহ এমন অনেক কাজে ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে এ সোলারকপ্টার। নির্মাণ খরচ কম হওয়ায় অনেকে এ সিস্টেম ব্যবহারে উত্সাহী হবে। ভবিষ্যতে যাত্রী বা অতিরিক্ত ওজন বহনের সোলার হেলিকপ্টার উদ্ভাবনের ভিত্তি হিসেবে এ সিস্টেম কাজ করবে তাতে সন্দেহ নেই-এমনটাই মনে করছেন ড. হাসান শহীদ।

বাংলাদেশ সময়: ২২:১৫:৪৪   ৪৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ