বজ্রকণ্ঠ - গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » বজ্রকণ্ঠ - গুলশান আরা রুবী
রবিবার, ৭ মার্চ ২০২১



গুলশান আরা রুবীআমি বলতে পারিনি স্বাধীনতা কী

খুঁজে পাইনি শেখ মুজিবকে,

দেখিনি যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ।


তুমি আজ ঘুমিয়ে আছো

শান্ত হয়ে শান্তির নীড়ে ,

না জানি কী স্বপ্ন ছিল তোমার

বিচরণ করে যেতে পারোনি

তবু যতটুকু দিয়ে গেছো তাতেই সবাই ধন্য ।


বেঁচে  আছো তুমি প্রতিটি হৃদয়ে

কোটি  জনতার ভীড়ে

জানতে চেয়েছি তোমার কাহিনী

শুনেছি তোমার বজ্রকণ্ঠের সেই ধ্বনি।


তুমি বলছো ——

এ বারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ।

তোমার উচ্চারিত কন্ঠে সেই ভাষা

আজো পৃথিবীতে বিচলিত

পৃথিবীর অন্য কোন দেশে

ভাষার জন্য হয়নি যুদ্ধ ।


তুমি করে গিয়েছে মুক্ত

স্বাধীন বাংলার নাম ,

লাল সবুজের পতাকা

লাখো শহীদের চেতনার সুর

আজ লাল সবুজের পতাকা বুকে নিয়ে

হয় জয় গান তোমার স্বাধীনতার ।


লক্ষ মানুষের মনের আশা

তাদের স্বপ্ন ভালোবাসা,

তোমার জন্মভূমির জন্য দিয়েছো

মুক্তির বিজয় নিশান রক্ত দিয়ে ।


তোমার বাণী বজ্রকন্ঠের ধ্বনি

থাকিবে বাংলায় ছড়িয়ে ,

তুমি বিজয় মহান

ভালোবাসার মুক্তির দান ।

# ৭ ই মার্চের ভাষণ কে নিয়ে গুলশান আরা রুবী কবিতা ‘ বজ্রকণ্ঠ’

বাংলাদেশ সময়: ১০:২৫:৫৮   ৯৪৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ