পাক সেনার গুলিতে ৫ ভারতীয় সীমান্তরক্ষী নিহত

Home Page » বিশ্ব » পাক সেনার গুলিতে ৫ ভারতীয় সীমান্তরক্ষী নিহত
বুধবার, ৭ আগস্ট ২০১৩



download-1.jpgতোহা,বঙ্গ-নিউজ ডটকম:কাশ্মির অঞ্চলে পাকিস্তানের সঙ্গে বিতর্কিত সীমান্ত এলাকায় এক হামলায় ৫ ভারতীয় সেনা নিহত হয়েছেন। ভারতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানের নতুন সরকার গঠিত হওয়ার পর বিবদমান দুই দেশই যখন ভেস্তে যাওয়া শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে অগ্রসর হচ্ছে ঠিক তখনই এই ঘটনা ঘটল। চলতি বছরের জানুয়ারিতে সীমান্তে হামলা চালিয়ে ভারতীয় এক সেনাকে শিরশ্চেদে হত্যা করার জেরে শান্তি আলোচনা স্থগিত হয়ে যায়। জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ টুইটারে বলেন, “সকালে জানতে পারলাম আমাদের ৫ সেনা নিহত হয়েছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি শোক জ্ঞাপন করছি।” ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয় সেনা চৌকি লক্ষ করে হামলা চালানো হয়েছে। পাকিস্তান সম্প্রতি ভারতের সঙ্গে শান্তি আলোচনার জন্য সময় প্রস্তাব করেছে। ভারতও তাতে সাড়া দেয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন পরিস্থিতিতে এই হামলার ঘটনা ঘটল। ভারতের উপ স্বরাষ্ট্রমন্ত্রী আরপিএন সিং নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, “এটা সত্যিই অপ্রত্যাশিত ঘটনা। যদি পাকিস্তান ভারতের সঙ্গে ভাল সম্পর্ক চায় তবে এটা সেই পথ নয়।” পাকিস্তান ও ভারতের কর্মকর্তারা এরআগে জানিয়েছে, সম্ভবত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বৈঠক করবেন। ভারত অভিযোগ করে আসছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরে জঙ্গিদের অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান। কিন্তু এই অভিযোগ অস্বীকার করে পাকিস্তান জানিয়েছে, তারা কাশ্মিরের জনগণকে নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২:৩৬:১৪   ৩৪২ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ