আরো ৩ কোটি ভ্যাকসিন কিনবে সরকার-প্রধানমন্ত্রী

Home Page » জাতীয় » আরো ৩ কোটি ভ্যাকসিন কিনবে সরকার-প্রধানমন্ত্রী
রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১



ফাইল ছবি কভিশিল্ড ভ্যাক্সিন

ফাইল ছবি প্রধান মন্ত্রী শেখ হাসিনা

স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: করোনার মহামারি মোকাবেলায় আরো ৩ কোটি ডোজ ভ্যাকসিন (টিকা) কেনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রী। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়ার সুখবর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ইতোমধ্যে ভ্যাকসিন আমদানির নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি ইতোমধ্যে আরো ৩ কোটি ডোজ ভ্যাকসিন কেনার নির্দেশ দিয়েছি। যাতে করে আমাদের যেটা আছে সেটা দিয়ে প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ আমরা শুরু করতে পারি। আবার টিকা যেন সঙ্গে সঙ্গেই আমাদের হাতে এসে যায়, একটা মানুষও যাতে এই টিকা থেকে বাদ না যায়, তার ব্যবস্থা আমরা করছি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেই টিকা উৎপাদনের পরিকল্পনার কথাও তুলে ধরেন। বলেন, যদি কোনো দেশ টিকা উৎপাদন করতে না পারে, তারা প্রয়োজনে আমাদের দেশ উৎপাদন করতে পারবে। আমি এ ব্যাপারে আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ইতোমধ্যে বলেছি যে, যারা যারা এটা করতে পারবে, তারা যেন প্রস্তুত থাকে। আমরা এটাও দেখছি যে, এখানে সিড যাতে আনা যায়, বা তার ব্যবস্থা করা যায় কি না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি দেশে প্রথম করোনার ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। এর পর গত ৭ ফেব্রুয়ারি দেশে গণ-টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তিনি নিজে করোনার ভ্যাকসিন নেননি।

আজ এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই আমি টিকা নেব, কিন্তু তার আগে দেশের কত ভাগ মানুষকে টিকা দিতে পারি, সেটা আগে আমি দেখতে চাই। কারণ যদি আমার একটা টিকার কারণে অন্য আরেকটা মানুষের জীবন বাঁচে, সেটাই তো সবচেয় বড় কথা, তাই না?

নিজের বয়স যে ৭৫ বছর, সে কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি খোঁজখবর নিচ্ছি, আমাদের একটা লক্ষ্য আছে, সেই সংখ্যা পর্যন্ত আমি আগে নির্দিষ্টভাবে দেব, সেটা যখন হয়ে যাবে, তখন আমারটা আমি নেব, যদি টিকা বাঁচে।

বাংলাদেশ সময়: ৯:১৭:০৮   ৬২০ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ