পারভেজ হাসান,
প্রতিনিধি, বঙ্গ-নিউজ
০৮ জুন ২০১৯ নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের কয়েকজন তরুণ শিক্ষার্থীর প্রচেষ্টায় গঠিত হয় স্বেচ্ছাসেবী ও অরাজর্নৈতিক সংগঠন “স্টুডেন্ট ফোরাম অফ চড়াইখোলা”। উদ্দেশ্য ইউনিয়নের সকল শিক্ষার্থীকে একটি প্লাটফর্মে এনে সবাই ঐক্যবদ্ধভাবে ইউনিয়নের জন্য করা। এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন এই ইউনিয়নের শিক্ষার্থী মোস্তফা কামাল। সংগঠন টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।
অগ্নিদগ্ধ রোগীকে অার্থিক সহায়তা,অস্বচ্ছল এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে টেস্ট পেপার বিতরন, শিক্ষার্থীদের স্কুলে ভর্তি ফি সহায়তা, কারো প্রয়োজনে ব্লাড সংগ্রহ ও দান , করোনায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ফরমপুরনের জন্য অার্থিক সহায়তা সহ নানাবিধ কাজে স্বেচ্ছায় অংশগ্রহণ করে ইউনিয়নের মানুষের পাশে থেকেছেন। শিক্ষার্থীদের মেধা বিকাশের উদ্দেশ্যে গতবছরে স্কুল শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন শীতকালে জানুয়ারিতে অসহায় ও দুস্থদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
* একনজরে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য:
*প্রধানত সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।
*SFC আমাদের ইউনিয়নের শিক্ষিত সমাজকে এক প্লাটফর্ম এ নিয়ে এসে সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।
*স্বাস্থ্য সচেতনতায় কাজ করবে।
*পরিবেশের ভারসাম্য রক্ষার্থে যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে।
*সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদান করবে।
*গুনীজনরা মেধাবীদের সংবর্ধিত করবে।
*সবসময় SFC এর সদস্যদের মাঝে মানববন্ধন তেরী করবে।
সংগঠনটির সভাপতি নাজু আহমেদ জানান, “চড়াইখোলার শিক্ষিত সমাজকে একই প্লাটফর্মে নিয়ে এসে অত্র ইউনিয়নের নানাবিধ সমস্যা সমাধান,উচ্চশিক্ষার হার বৃদ্ধি, বিশেষত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় পদার্পনে উদ্বুদ্ধকরণ, অার্থিকভাবে অস্বচ্ছল শিকার্থীদের পাশে দাঁড়ানো, শিক্ষামূলক তথ্যপ্রদান ইত্যাদি বিভিন্ন কাজে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। এছাড়াও একটি শিক্ষিত,মার্জিত,নিরক্ষর মুক্ত, সচেতন ও অাদর্শ চড়াইখোলা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরান আলী বলেন, “আমাদের ইউনিয়ন এর পরবর্তী প্রজন্মকে উচ্চশিক্ষা বা পড়াশোনায় বিভিন্নভাবে সহযোগিতা প্রদান। আমাদের ফোরাম একসময় সুন্দর একটি মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক এটাই কামনা করি। আমাদের ইউনিয়ন কে একটি শিক্ষা-বান্ধব এলাকায় পরিনত করতে চাই। এটাই কামনা করি। এজন্য আমরা যারা উচ্চশিক্ষায় বিভিন্ন ইউনিভার্সিটি তে পরি তাদের এগিয়ে আসাটা খুব জরুরি। এজন্য আমাদের ফোরাম নিরলস কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ একসময় আমরা সফল হব।”
সংগঠনের অন্যতম উদ্যোক্তা মোস্তফা কামাল বলেন, “স্বপ্ন দেখি SFC একদিন চড়াইখোলার শিক্ষা, সাহিত্য,ক্রীড়া, সামজিক সকল কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চড়াইখোলার উন্নয়ন এ রোল মডেল হিসেবে কাজ করবে।”
এলাকাবাসী মনে করেন সংগঠনটি তার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যেভাবে কাজ যাচ্ছে। ইনশাআল্লাহ তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারবেন এবং চড়াইখোলা ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়ন হিসাবে দেশব্যাপী পরিচিতি পাবে।
বাংলাদেশ সময়: ১১:৫২:৩৫ ১০৩৮ বার পঠিত #অরাজনৈতিক #চড়াইখোলা #নীলফামারী #সারাদেশ #স্বেচ্ছাসেবী