ক্ষুদে তারকা শিল্পী ঝুমাকে অপহরণ করে বিয়ে! মা-বাবাকেও হত্যার হুমকি

Home Page » প্রথমপাতা » ক্ষুদে তারকা শিল্পী ঝুমাকে অপহরণ করে বিয়ে! মা-বাবাকেও হত্যার হুমকি
বুধবার, ৭ আগস্ট ২০১৩



p290105850-3.jpgঅপু রহমান,বঙ্গ-নিউজ ডটকম:নরসিংদীর শিশু শিল্পী মেরিডিয়ান ‘ক্ষুদে গানরাজ’ খ্যাত ঝুমঝুম আক্তার ঝুমাকে অপহরণের পর তাকে বিয়ে করার দাবি করেছেন ইস্রাফিল নামে এক ব্যক্তি। ১৪ বছর বয়সী ঝুমাকে অপহরণের ১৫ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। রবিবার ঝুমার মা জেসমিন বেগম নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের অভিযোগ দায়ের করেছেন। বিজ্ঞ বিচারক অভিযোগের শুনানি শেষে অভিযোগটিকে এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করার জন্য নরসিংদী সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় ঝুমা দ্বিতীয়স্থান অধিকার করায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি লাভ করে। সে আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইটালি, লন্ডনসহ বিভিন্ন কনসার্টে অংশ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া বর্তমান বাজারে তার একক গানের ৬টি এ্যালবাম রয়েছে। ঝুমা সাভারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে গেলে সেখানে ইস্রাফিল নামে এক যুবকের সাথে তার পরিচয় ঘটে। এই পরিচয় সূত্রেই ইস্রাফিল ঝুমাদের ঢাকাস্থ বসুন্ধরা বাসায় আসা-যাওয়া করতেন।

সম্প্রতি ইস্রাফিলের ব্যক্তিগত চলাফেরা, আচার-আচরণে কিছুটা অসংগতি পরিলক্ষিত হলে ঝুমার মা ঝুমাকে ইস্রাফিলের সাথে কোথাও কোন অনুষ্ঠানে যেতে নিষেধ করে। এতে ইস্রাফিলের সাথে ঝুমার মা তথা তার পরিবারে মনোমালিন্য ঘটে। এ অবস্থায় ঝুমা এবং তার পরিবারের সদস্যরা বসুন্ধরার বাসা ছেড়ে নরসিংদী শহরের বাসাইলের একটি ভাড়াটে বাসায় চলে আসে। গত ২৩ জুলাই ঝুমা শিবপুরে তার গ্রামের বাড়ীতে যাবার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে নরসিংদীর জেলখানামোড়ে পৌঁছলে ইস্রাফিল একটি প্রাইভেটকার যোগে ঘটনাস্থলে গিয়ে ঝুমার গতিরোধ করেন। এ অবস্থায় তিনি ঝুমাকে ঢাকায় একটি বিশেষ প্রোগ্রামের কথা বলে প্রল্ুব্ধ করে তাকে প্রাইভেটকারে উঠিয়ে অজানা গন্তব্যে নিয়ে যান। এরপর থেকে ঝুমাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। তার মা জেসমিন বেগম মোবাইল ফোনে ঝুমার সাথে কথা বলার চেষ্টা করে তার মোবাইল ফোনটি বন্ধ পান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ইস্রাফিলের মোবাইলে ফোন দিলে ইস্রাফিল দাবি করেন ঝুমা এখন তার ‘বিবাহিতা স্ত্রী’! তারা এখন স্বামী-স্ত্রী হিসেবে ঘরসংসার করছেন। এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ঝুমার মাকে হত্যা করা হবে। শুধু তাই নয় ঝুমার মামা দুলাল মিয়ারও একই পরিণতি ঘটবে। এ ব্যাপারে নরসিংদী সদর থানার ওসি আসাদোজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুনেছি কোর্টে মামলা দায়ের করা হয়েছে। আমি এখনো আদেশনামা পাইনি। আদেশনামা পাবার সাথে সাথেই তাকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হবে।

বাংলাদেশ সময়: ২:০১:০০   ১০৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ