২৪ মে’র আগ পর্যন্ত সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে

Home Page » জাতীয় » ২৪ মে’র আগ পর্যন্ত সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১



শিক্ষামন্ত্রী দীপুমনি

স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: করোনা মহামারির কারণে প্রায় এক বছর যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান ও এর হল সমূহ বন্ধ রয়েছে। সম্প্রতি হল খোলার জন্য ছাত্ররা আন্দোলন শুরু করেছে।এহেন মুহূর্তে  জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চলমান সকল ধরনের পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, ঈদুল ফিতরের পর আগামী ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হবে। আর ২৪ মে থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। তার আগে পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা হবে না এবং এ সিদ্ধান্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সমানভাবে প্রযোজ্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলমান ও সূচি ঘোষণার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরীক্ষা বিষয়ে নেয়া সিদ্ধান্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সমভাবে প্রযোজ্য। ২৪ মে’র আগ পর্যন্ত সব ধরনের পরীক্ষা বন্ধ থাকবে।

এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ২য় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা গত ১৩ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৩:৩৫   ৭৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ