কোভিশিল্ডের দ্বিতীয় চালান দেশে পৌঁছেছে

Home Page » জাতীয় » কোভিশিল্ডের দ্বিতীয় চালান দেশে পৌঁছেছে
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১



প্রতীকি ছবি-কোভিশিল্ড’

স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: বিশ্ব করোনার করাল থাবায় ক্ষতবিক্ষত। শতাধিক দেশ এখনো করোনার টিকা প্রাপ্তি নিশ্চিত করতে পারেনি। এই পরিস্থিতিতে বাংলাদেশ মোট নব্বই লক্ষ টিকার একটি মজুত নিশ্চিত করেছে। দ্বিতীয় দফা  টিকা পাবার প্রতীক্ষার পালা শেষ হয়েছে। গতকাল দিবাগত রাত ১২টা ২২ মিনিটে দেশের মাটিতে এসে পৌঁছেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনাভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’র ২০ লাখ ডোজ। ভারতের স্পাইসজেট এসজি-০০৬৩ ফ্লাইটটি এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে দেওয়ার মাধ্যমে পরীক্ষামূলক এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর সারাদেশে গণ-টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি।

কোভিশিল্ডের দ্বিতীয় চালান

এর আগে গত ২০ জানুয়ারি দেশে প্রথমবারের মতো টিকা এসে পৌঁছায়। সেটা ছিল ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া ২০ লাখ ডোজ। পরবর্তীতে গত ২৫ জানুয়ারি আসে ৫০ লাখ ডোজ টিকা, যা ছিল সেরামের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় প্রথম চালান। সে হিসেবে গতরাতের ২০ লাখ ডোজসহ এখন পর্যন্ত দেশে এসেছে করোনাভাইরাসের ৯০ লাখ ডোজ টিকা।

চুক্তি অনুযায়ী চলতি ফেব্রুয়ারি মাসে মোট ৫০ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসার কথা। এর মধ্যে এসে গেছে ২০ লাখ ডোজ, বাকি ৩০ লাখ ডোজ টিকা কবে আসবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১১:০৭:০২   ৫২৬ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ