রক্তস্বল্পতায় নেইমার

Home Page » খেলা » রক্তস্বল্পতায় নেইমার
বুধবার, ৭ আগস্ট ২০১৩



57102_s4.jpg তোহা,বঙ্গ-নিউজ ডটকম:বার্সেলোনা দলের তারকা সম্মেলনের নতুন সদস্য তিনি। বিপক্ষ ডিফেন্ডারদের কাছে দুঃস্বপ্ন। কিন্তু ইউরোপে পা রাখার পরে কোনও ডিফেন্ডারের কড়া ট্যাকলের শিকার হওয়া নয়, বার্সার ‘ওয়ান্ডার কিডের’ কাছে প্রথম বড় ধাক্কাটা নিয়ে এল একটি মেডিক্যাল রিপোর্ট।  যে রিপোর্ট বলছে, রক্তস্বল্পতায় ভুগছেন নেইমার।   বার্সেলোনার প্রথম দুটি প্রস্তুতি ম্যাচে প্রথম থেকে খেলানো হয়নি নেইমারকে। বিশ্ব জুড়ে বার্সা সমর্থকদের তখন একটাই প্রশ্ন ছিল, “নেইমারকে কবে বার্সেলোনার প্রথম দলে দেখা যাবে?” সে সময় মনে হচ্ছিল, বার্সার নতুন তারকাকে প্রথম দলে না রাখাটা কোচের একটা ট্যাকটিক্স। কিন্তু ব্রাজিলীয় প্রচারমাধ্যমের চাঞ্চল্যকর একটা খবর ঘটনাকে সম্পূর্ণ অন্য মাত্রা দিচ্ছে।       ব্রাজিলের একটি সংবাদপত্র ফাঁস করে দিয়েছে, নেইমারের মেডিক্যাল রিপোর্টে ধরা পড়েছে তিনি রক্তস্বল্পতায় শিকার। রক্তে লোহিত কণিকা সে ভাবে তৈরি হচ্ছে না। বিস্ফোরক এই খবর ছড়িয়ে পড়তে ফুটবল মহলে তীব্র জল্পনা শুরু হয়ে যায়। জল এত দূর গড়ায় যে, রাতেই বার্সেলোনাকে সরকারি বিবৃতি দিয়ে স্বীকার করে নিতে হয়, নেইমার সত্যিই রক্তস্বল্পতায় ভুগছেন। বার্সেলোনা থেকে বলা হয়, “টনসিলাইটিসের অস্ত্রোপচারের জন্যই নেইমারের রক্তস্বল্পতা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রাক মরসুম অনুশীলন চালিয়ে যাবে ও।”   সান্তোস থেকে বার্সেলোনায় আসার সময়েও নেইমারের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রশ্ন উঠেছিল, শরীরের ওজন কম হওয়া নিয়েও। বার্সেলোনা থেকে ব্রাজিলীয় তারকাকে এ-ও বলে দেওয়া হয়েছিল, তাঁকে শারীরিক সক্ষমতা বাড়াতে হবে। বার্সার নতুন এগারো নম্বরের উচ্চতা পাঁচ ফুট ন’ইঞ্চি সত্ত্বেও ওজন মাত্র ৬৪ কেজি হওয়ার কারণে নেইমারের জন্য বানানো হয় আলাদা একটি ডায়েট প্রোগ্রাম। শোনা যাচ্ছে, রক্তাল্পতার কারণে এখন থেকেই ভিটামিন দেওয়া হচ্ছে নেইমারকে। এমনকী বার্সেলোনার তাইল্যান্ড সফরেও অনিশ্চিত তিনি। তবে এই মুহূর্তে তিনি দলের সঙ্গে ইজরায়েল সফরে রয়েছেন।        নেইমার বিশ্বের শ্রেষ্ঠতম ধনী ফুটবলারদের মধ্যে একজন হলেও ছোটবেলায় তাঁর জীবনের ছবিটা ছিল অন্য রকম। শৈশব খুব একটা স্বাচ্ছন্দ্যে কাটেনি তাঁর। নেইমার সিনিয়রের খুব স্বল্প আয় ছিল। সাও পাওলোয় চলে আসার পরে তাঁর বাবা গাড়ির কারিগর হিসাবে কাজ করতেন। এমনকী বাড়ির অর্থনৈতিক অবস্থা ভাল না থাকায়, নেইমারের মা নাদিন সান্তোসকে রান্না করার কাজ করতে হয়েছে ছোটদের স্কুলে। ছোটবেলা থেকে সঠিক ডায়েট সব সময় পাননি নেইমার। তাঁর শারীরিক গঠন শক্তপোক্ত না হওয়ার পিছনে এটাই অন্যতম কারণ বলে অনেকে মনে করেন।

বাংলাদেশ সময়: ১:৪৪:৩২   ৪৩৯ বার পঠিত  




খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ