মধ্যনগরে ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন

Home Page » সারাদেশ » মধ্যনগরে ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন
শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১



--- স্টাফ  রিপোর্টার, বঙ্গ-নিউজঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদের বিরুদ্ধে এক রাজমিস্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ এনে বিচার দাবি করে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে এ হামলার ঘটনা ঘটে। মানববন্ধনে মোবারক হোসেনের মা জাহানারা খাতুন, বড় ভাই মো. শফিক মিয়াসহ অনেকেই বক্তব্য দেন।

মোবারক হোসেনের ফুফু সোনাবান খাতুন জানান, মোবারকের চাচা আনিছুল মহিষখলা বাজারে রাজমিস্ত্রী হিসেবে স্যানিটারী সামগ্রীসহ সিমেন্টের খুঁটি নির্মাণের কাজ করে। এ কাজে মোবারক সহযোগী হিসেবে কাজ করে। সপ্তাহ দুয়েক আগে আনিসুলের কর্মস্থল থেকে চেয়ারম্যান আজিম মাহমুদের বড় ভাই আফছার উদ্দিন ওরফে আফছু কিছু না বলে ইট নিয়ে যায়। আফছার উদ্দিন মহিষখলা বাজারে এ ইট দিয়ে ঘর নির্মাণের কাজ করছে। বিষয়টি নিয়ে আনিছুলের সাথে আফছার উদ্দিনের দ্বন্দ্ব তৈরি হয়। আনিসুল আফছার উদ্দিনের বাবাকে বিষয়টি জানালে ক্ষিপ্ত হয় আফছার উদ্দিন। এ নিয়ে গত মঙ্গলবার আফছার উদ্দিন আনিছুলকে তার ঘরে ধরে নিয়ে মারধর করে। এরই জেরে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চেয়ারম্যান আজিম মাহমুদ, আফছার উদ্দিন, সোহেল মিয়া, মনির ভূইয়াসহ কয়েকজন মোটরসাইকেলে করে দেশীয় অস্ত্রসহ মহিষখলা বাজারে আনিসুলের ওপর হামলা করতে আসে।  এ সময় তাকে না পেয়ে মোবারকের ওপর হামলা চালায় তারা। এতে মোবারক গুরুতর আহত হয়। হামলার পর গুরুতর আহত অবস্থায় মোবারক হোসেনকে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

মধ্যনগর থানার ওসি নির্মল দেব বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ৭:৩৯:২৯   ৭৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ