ফারহানা আকতার এর কলাম – “ নতুন প্রজণ্মের চোখে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – পর্ব- ১৮”

Home Page » সাহিত্য » ফারহানা আকতার এর কলাম – “ নতুন প্রজণ্মের চোখে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – পর্ব- ১৮”
সোমবার, ২৫ জানুয়ারী ২০২১



নতুন প্রজন্মের চোখে মুক্তিযুদ্ধ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের তালিকা :
ইতিহাসভিত্তিক বই :

অসমাপ্ত আত্মজীবনী-বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান (দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড), কারাগারের রোযনামচা-বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, স্বাধীনতার পটভূমি: ১৯৬০ দশক -মোরশেদ শফিউল হাসান (অনুপম প্রকাশনী ),বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মাইজভান্ডার দরবার শরীফ -মোঃ মাহবুব উল আলম,বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ইতিহাস -ডঃ মোহাম্মদ হান্নান (স্টুডেন্ট ওয়েজ),বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস -ডঃ মোহাম্মদ হান্নান (স্টুডেন্ট ওয়েজ), স্বাধীনতা যুদ্ধের অপর নায়কেরা -নুরুজ্জামান মানিক (প্রকাশনী –শুদ্ধস্বর), রবীন্দ্রনাথ ত্রিবেদী(কাকলী প্রকাশনী),স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা (প্রথম খণ্ড) -আনোয়ার শাহজাহান (বইপত্র প্রকাশন ,ফেব্রুয়ারি ২০১৬ ),মূলধারা ৭১ -মঈদুল হাসান (দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ),স্বাধীন বাংলা বেতার কেন্দ্র -বেলাল মোহাম্মদ (অনুপম প্রকাশনী ,ডিসেম্বর ১৯৮৩), দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা, -মুহাম্মদ নুরুল কাদির (মুক্ত প্রকাশনী ),অপারেশন জ্যাকপট -সেজান মাহমুদ (প্রতীক প্রকাশনী),একাত্তরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা-এম আর আখতার মুকুল (আগামী প্রকাশনী), একাত্তরের রনাঙ্গন -শামসুল হুদা চৌধুরী (আহমদ পাবলিশিং হাউজ ,জুন ১৯৮২) ,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম—লে. কর্নেল আবু ওসমান চৌধুরী , বাংলাদেশ সরকার ১৯৭১ -এইচ টি ইমাম (আগামী প্রকাশনী,ফেব্রুয়ারি ২০০৪),বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস -আহমদ মজহার , বাংলাদেশ ১৯৭১ (৪খণ্ড)-আফসান চৌধুরী (মাওলা ব্রাদার্স, ফেব্রুয়ারি ২০০৭),EVIDENCE (1-3) —Lt-Gen(Ret) Mir Shawkat Ali,BU.psc (Somoy prokashon, February 2008 ),ডেড রেকনিং: ১৯৭১ এর বাংলাদেশ যুদ্ধের স্মৃতি -শর্মিলা বসু (C. Hurst & Co. এপ্রিল ২০১১ ),মুক্তিযুদ্ধ কোষ (৫ খন্ড)-মুনতাসির মামুন সম্পাদিত (সময় প্রকাশন ,ফেব্রুয়ারি ২০০৫), কিশোর মুক্তিযুদ্ধ কোষ-মু্নতাসির মামুন সম্পাদিত (সময় প্রকাশন ,ফেব্রুয়ারি ২০০৯), ১৯৭১ প্রথম খন্ড -আব্দুর রউফ চৌধুরী (অঙ্কুর প্রকাশনী ,ফেব্রুয়ারি ২০১২ ),১৯৭১ দ্বিতীয় খন্ড ,আব্দুর রউফ চৌধুরী (অঙ্কুর প্রকাশনী,ফেব্রুয়ারি ২০১৩),বাংলাদেশ: ১৯৭১ -আব্দুর রউফ চৌধুরী (অঙ্কুর প্রকাশনী ,ফেব্রুয়ারি ২০১৬ ),মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম-পিনাকী ভট্টাচার্য (গার্ডিয়ান প্রকাশনী) ।
অঞ্চলভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাসমূলক বই :
মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা ও খুলনা-ড. সুকুমার বিশ্বাস সম্পাদিত(মাওলা ব্রাদার্স,ফেব্রুয়ারি ২০০৫),দ্য ট্যাংক ব্যাটল অব শিরোমণি-গাজী সাইফুল হাসান (কামরুল বুক হাউস,ফেব্রুয়ারি ২০১৭),মুক্তিযুদ্ধে দিনাজপুর-ড. সুকুমার বিশ্বাস সম্পাদিত(মাওলা ব্রাদার্স,ফেব্রুয়ারি ২০০৪),মুক্তিযুদ্ধে বরিশাল-ড. সুকুমার বিশ্বাস সম্পাদিত(মাওলা ব্রাদার্স,ফেব্রুয়ারি ২০০৩), মুক্তিযুদ্ধে বাংলাদেশের চা-শ্রমিক-দীপঙ্কর মোহান্ত(সাহিত্য প্রকাশ), মুক্তিযুদ্ধে মুজিবনগর-শামসুল হুদা চৌধুরী(বিজয় প্রকাশনী), মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ-সম্পাদকঃ মোহাম্মদ আলী ইউনুছ, মুক্তিযুদ্ধে কসবা -সম্পাদকঃ মঈদুল হাসান(দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড,ফেব্রুয়ারি ১৯৯৯),মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস-আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন সম্পাদিত(সাহিত্য প্রকাশন),মুক্তিযুদ্ধের কিছু কথা পাবনা জেলা-আবুল কালাম আজাদ (জাতীয় সাহিত্য প্রকাশনী),স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর কুষ্টিয়া-মোঃ আব্দুল হান্নান(পুর্বা প্রকাশনী),বাঙালির জাতীয়তাবাদী সংগ্রাম:মুক্তিযুদ্ধে চট্টগ্রাম-ডাঃ মাহফুজুর রহমান,বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র,চট্টগ্রাম (মার্চ ১৯৯৩), উত্তর জনপদে মুক্তিযুদ্ধ-মেজর রফিকুল ইসলাম পিএসসি (আহমদ পাবলিশিং হাউস,ডিসেম্বর ১৯৯৬), দক্ষিণ পশ্চিম রণাঙ্গন ১৯৭১-মেজর রফিকুল ইসলাম পিএসসি (সূচয়নী পাবলিশার্স), একাত্তরে গাইবান্ধা-মোঃ মাহবুবুর রহমান(দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড), ময়মনসিংহে একাত্তর-মুহাম্মদ আব্দুশ শাকুর(দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড),মুক্তিযুদ্ধে নোয়াখালি (অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ)-জোবাইদা নাসরিন (প্রকাশকাল:ফেব্রুয়ারি, ২০০৭),মুক্তিযুদ্ধে রাজশাহী-ডঃ সুকুমার বিশ্বাস(মাওলা ব্রাদার্স,ফেব্রুয়ারি ২০০৬),মুক্তিযুদ্ধে সন্দ্বীপ-এ বি এম ছিদ্দীক চৌধুরী(অ্যাডর্ন পাবলিশার্স ),মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ-তপন বাগচী (ঐতিহ্য প্রকাশন),মুক্তিযুদ্ধে আদিবাসী-আইয়ুব হোসেন ও চারু হক(ঐতিহ্য প্রকাশন,প্রথম প্রকাশ ফেব্রুয়ারি’২০০৮),মুক্তিযুদ্ধে মুক্তাঞ্চল তেঁতুলিয়া-আইয়ুব হোসেন ও চারু হক (হাক্কানী পাবলিশাস,ফেব্রুয়ারি ২০১২),আদিবাসী মুক্তিযোদ্ধা-তপন কুমার দে (অন্বেষা প্রকাশন,জুন ২০০৯), মুক্তিযুদ্ধে টাঙ্গাইল-তপন কুমার দে (জাগৃতি প্রকাশনী), স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম—পূর্ণেন্দু দস্তিদার(অনুপম প্রকাশনী,ফেব্রুয়ারি ২০০৮),মুক্তিযুদ্ধে নালিতাবাড়ী—আব্দুর রহমান তালুকদার(অনুপম প্রকাশনী,ফেব্রুয়ারি ২০১০), একাত্তরে বাগেরহাট : বাংলাদেশের মুক্তিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস-স্বরোচিষ সরকার(কথাপ্রকাশ), মুক্তিযুদ্ধে বিক্রমপুর-মো: জয়নাল আবেদীন(পালক পাবলিশার্স,মার্চ ২০০৮) ।
মুক্তিযুদ্ধের ওপর গবেষণাধর্মী বই :

বাংলাদেশের আদিবাসী মুক্তিযোদ্ধা-শফিউদ্দিন তালুকদার(কথাপ্রকাশ,ফেব্রুয়ারি ২০১০),বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্নায়ুযুদ্ধের বিশ্বরাজনীতি-আসিফ রশীদ(ঐতিহ্য প্রকাশন), “একাত্তরের ঘাতক ও দালালরা” -আজাদুর রহমান চন্দন (জাতীয় সাহিত্য প্রকাশনী, ফেব্রুয়ারি ২০০৯),বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা–তপন কুমার দে(কাকলী প্রকাশনী), মুক্তিযুদ্ধপঞ্জি (৪খণ্ড)-মুনতাসির মামুন ও হাসিনা আহমেদ(দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড),স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা-আনোয়ার শাহজাহান(বইপত্র প্রকাশন,ফেব্রুয়ারি ২০১৬), মুক্তিযুদ্ধে ফ্রগম্যান-মোঃ মুমিনূর রহমান (সময় প্রকাশন,ফেব্রুয়ারি ২০০২), ঢাকা অ্যালবাম ১৯৪৮-১৯৭১-সম্পাদনাঃ মুনতাসির মামুন ও হাশেম খান(মাওলা ব্রাদার্স ,ফেব্রুয়ারি ২০০৭), অবরুদ্ধ বাংলাদেশে পাকিস্তানি সামরিকজান্তা ও তার দোসরদের তৎপরতা-ডঃ সুকুমার বিশ্বাস(মাওলা ব্রাদার্স ,ফেব্রুয়ারি ২০০১),বাংলাদেশের মুক্তিযুদ্ধে সিপিআইএম ও গণশক্তি-ডঃ সুকুমার বিশ্বাস(মাওলা ব্রাদার্স,ফেব্রুয়ারি ২০০১), আমি মুক্তিযোদ্ধা ছিলাম-আতোয়ার রহমান সম্পাদিত, একাত্তরের মুক্তিযুদ্ধ : ঐতিহাসিক ভাষণ ইশতিহার ও চিঠি-মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত(আহমদ পাবলিশিং হাউজ),একাত্তরের নারী-মালেকা বেগম (দিব্য প্রকাশ,ফেব্রুয়ারি ১৯৯০),”মুক্তিযুদ্ধে নারী”-মালেকা বেগম (প্রথমা প্রকাশন,ফেব্রুয়ারি ২০১১), একাত্তরের যুদ্ধশিশু-সাজিদ হোসেন(সময় প্রকাশনী,ফেব্রুয়ারি ২০০৯), একাত্তরে পাকবর্বরতার সংবাদ ভাষ্য-আহমদ রফিক (সময় প্রকাশন,ফেব্রুয়ারি ২০০১),পরাজিত পাকিস্তানী জেনারেলদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ-মুনতাসীর মামুন(সময় প্রকাশনী,ফেব্রুয়ারি ১৯৯৯),পাকিস্তানীদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ -সম্পাদনা মুনতাসির মামুন ও মুহিউদ্দিন আহমেদ(দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড,ফেব্রুয়ারি ২০০৫), বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশীদের ভূমিকা-সম্পাদনাঃ সোহরাব হোসেন(মাওলা ব্রাদার্স),বিদেশী সাংবাদিকের দৃষ্টিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ-মাহবুব কামাল অনূদিত তাজমহল বুক ডিপো, বাংলাদেশের মুক্তিযুদ্ধ : ভারত, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের ভূমিকা—মেজর রফিকুল ইসলাম পিএসসি (আহমদ পাবলিশিং হাউস),বাংলাদেশ জেনোসাইড অ্যান্ড ওয়ার্ল্ড প্রেস-মূল সংগ্রহ ও সম্পাদনাঃফজলুল কাদের কাদেরী ৷

মুক্তিযুদ্ধের দলিলপত্র :
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র (১৬ খন্ড) — সম্পাদকঃ হাসান হাফিজুর রহমান, তথ্যমন্ত্রণালয় :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ,১৯৮২,বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও আওয়ামী লীগ: ঐতিহাসিক দলিল—সংকলন ও সম্পাদনা ড. আবুল কাশেম (জাতীয় গ্রন্থ প্রকাশ ,আগস্ট ২০০১), বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন ভূমিকার গোপন দলিল—আসিফ রশীদ (সময় প্রকাশন ,ফেব্রুয়ারি ২০০৪),১৯৭১: আমেরিকার গোপন দলিল-মিজানুর রহমান খান (সময় প্রকাশন ,ফেব্রুয়ারি ২০০৭ ),

বিদেশিদের দৃষ্টিতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন-সংক্রান্ত বই :

পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু-রবার্ট পেইন (অনুবাদ: ওবায়দুল কাদের), দ্য বিট্রেয়াল অফ ইস্ট পাকিস্তান -লে. জে. এ এ কে খান নিয়াজি (আফসার ব্রাদার্স), The Cruel Birth of Bangladesh -Archer K Blood(University Press Limited), Witness to surrender- Siddiq Salik (University Press Limited), রেইপ অফ বাংলাদেশ- অ্যান্থনি মাসকারেনহাস, অনুবাদঃ রবীন্দ্রনাথ ত্রিবেদি(পপুলার পাবলিশার্স,জুন ১৯৮৯), সেই দুঃসময় -রবার্ট পেইন (অনুবাদ: সিদ্দিকুর রহমান -অনুপম প্রকাশনী ),ডেটলাইন বাংলাদেশ: নাইন্টিন সেভেন্টি ওয়ান -সিডনি শনবার্গ, মফিদুল হক অনূদিত (সাহিত্য প্রকাশ),India and South Asia: A Short History -David Ludden (Oxford oneworld ),DISCOVERY OF BANGLADESH -Stephen M. Gill (The Uffington Press), BANGLADESH: THE UNFINISHED REVOLUTION -Lawrence Lifschultz (ZED Press ),London War and Secession : Pakistan, India, and the Creation of Bangladesh -Richard Sisson, Leo Rose (Univ. California Press),Surrender at Dacca : Birth of a Nation -Lt. Gen. J F R Jacob (The University Press Limited ) ৷

মুক্তিযুদ্ধের অন্যান্য বই :

একাত্তরের দিনগুলি-জাহানারা ইমাম, বঙ্গবন্ধুর একাত্তরের দিনগুলি-মোঃ সেলিম রেজা,একাত্তরের ডায়রী-সুফিয়া কামাল (হাওলাদার প্রকাশনী), মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল -ড. কামাল হোসেন (মাওলা ব্রাদার্স ), সেই সব পাকিস্তানী -অধ্যাপক মু্নতাসির মামুন (দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড), বাঙ্গালি জাতীয়তাবাদ ও বাংলাদেশের অভ্যুদয় -অধ্যাপক নেহাল করিম (হাওলাদার প্রকাশনী),একাত্তর এবং আমার বাবা-হুমায়ূন আহমেদ (সময় প্রকাশন), আমার একাত্তর, মুক্তিযুদ্ধ এবং তারপর -এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, মুক্তিযুদ্ধ মুক্তির জয় -সুফিয়া কামাল (সময় প্রকাশন ,ফেব্রুয়ারি ২০০১ ),একাত্তরের ঢাকা -সেলিনা হোসেন (আহমদ পাবলিশিং),রক্তেভেজা একাত্তর-মেজর অবঃ হাফিজউদ্দিন আহমেদ,বীরবিক্রম, মুক্তিযুদ্ধের উপন্যাস সমগ্র -সেলিনা হোসেন, খুঁজে ফিরি (১৯৭১ এর পিতৃহীন সন্তানদের কথা) -সম্পাদনাঃ রশীদ হায়দার (অনুপম প্রকাশনী ),১৯৭১: রোড টু ঢাকা ভায়া ডেমরা -হামিদুল হোসেন তারেক, বীরবিক্রম (জাগৃতি প্রকাশনী ),জয় বাংলা (জয়বাংলা পত্রিকার সংকলন) -অনু ইসলাম (ঐতিহ্য প্রকাশন), বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সর্বাধিনায়ক ওসমানী-মোঃ আব্দুল আজিজ (সময় প্রকাশন ,এপ্রিল ২০০০),যেসব হত্যার বিচার হয়নি-মুনতাসির মামুন (সময় প্রকাশনী ,ফেব্রুয়ারি ২০০০), ইয়াহিয়া খান ও মুক্তিযুদ্ধ-মুনতাসির মামুন (সময় প্রকাশন ,ফেব্রুয়ারি ২০০১ ),গুলিবিদ্ধ একাত্তর -হাশেম খান (সময় প্রকাশন ,ফেব্রুয়ারি ২০০০ ),মুজিব-ভুট্টো-মুক্তিযুদ্ধ-সোহরাব হাসান (মাওলা ব্রাদার্স ,ফেব্রুয়ারি ২০০১ ),সেই অন্ধকার -ম হামিদ (মাওলা ব্রাদার্স ,ফেব্রুয়ারি ১৯৯৭ ),স্বাধীনতা ও জরিনারা -হাশেম খান (মাওলা ব্রাদার্স ,ফেব্রুয়ারি ২০০৭) ,অখন্ড পাকিস্তানের শেষ দিনগুলি -জি ডব্লিউ চৌধুরী (হককথা প্রকাশনী), অসহযোগের দিনগুলি মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্ব -আতাউর রহমান (সাহিত্য প্রকাশ), বাঙালির মুক্তির গান -আবদুশ শাকুর (মাওলা ব্রাদার্স ),সাতঘাটের কানাকড়ি ,মমতাজউদদীন আহমদ (মুক্তধারা প্রকাশন ,২০০১ ),আমার ছোটবেলা ১৯৭১ এবং বাবা তাজউদ্দিন আহমেদ -সিমিন হোসেন রিমি (প্রতিভাস প্রকাশন ,ফেব্রুয়ারি ২০০১) ,উত্তাল মার্চ : ১৯৭১ -আহমেদ ফারুক হাসান (আগামী প্রকাশনী ),একাত্তর করতলে ছিন্নমাথা -হাসান আজিজুল হক (সাহিত্য প্রকাশন),একাত্তরের চিঠি -সংগ্রহ (প্রথমা প্রকাশন), গৌরবাঙ্গনে -মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ (কাকলী প্রকাশনী ),চরমপত্র-এম আর আখতার মুকুল (অনন্যা প্রকাশনী ,ফেব্রুয়ারি ২০০০), ঢাকা ১৯৭১ (আলোকচিত্র সংকলন) -মুনতসির মামুন সম্পাদিত (বাংলা একাডেমি প্রকাশন),পাকিস্তানের কারাগারে শেখ মুজিবের বন্দিজীবন -আহমেদ সালিম, অনুবাদ : মফিদুল হক (সাহিত্য প্রকাশন), বাঙালির সাধনা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ -সালাহউদ্দীন আহমদ (সাহিত্য প্রকাশ), বাংলাদেশ : জাতি রাষ্ট্রের উদ্ভব -আবুল মাল আব্দুল মুহিত (সাহিত্য প্রকাশ), বাংলাদেশ ও বাঙালি রেনেসাঁস স্বাধীনতা চিন্তা ও আত্মানুসন্ধান- অনুপম সেন , বাংলাদেশের মুক্তিযুদ্ধ নানা প্রসঙ্গ :মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ,মুক্তিযুদ্ধ -সিদ্দিকুর রহমান (আগামী প্রকাশনী), মুক্তিযুদ্ধ : বিভিন্ন দৃষ্টিকোণ থেকে-ছদরুদ্দীন (দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড), মুক্তিযুদ্ধ ও প্রবাসী বাঙালি সমাজ -তাজুল মোহাম্মদ (সাহিত্য প্রকাশন),মুক্তিযুদ্ধে রাইফেলস ও অন্যান্য বাহিনী -সম্পাদনা :সুকুমার বিশ্বাস (মাওলা ব্রাদার্স ,ফেব্রুয়ারি ১৯৯৯),মুক্তিযুদ্ধ জনযুদ্ধ আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিত -আতাউর রহমান (সাহিত্য প্রকাশ),মুক্তিযুদ্ধ ডেটলাইন আগরতলা -হারুন হাবিব (সাহিত্য প্রকাশ),মুক্তিযুদ্ধে নয় মাস- মেজর জেনারেল এম এস এ ভুঁইয়া (আহমদ পাবলিশিং হাউস), মুক্তিযুদ্ধে বাংলাদেশ -মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, বীর উত্তম (আগামী প্রকাশনী), মুক্তিযুদ্ধের গল্প –সম্পাদনা: আবুল হাসনাত অবসর ,মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ -হারুন হাবিব (অন্যপ্রকাশ), মুক্তিযুদ্ধের স্মৃতি ও গান ,সম্পাদনা: সেলিম রেজা (বাংলা একাডেমী ),যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা -মেজর নাসির উদ্দিন (অনুপম প্রকাশনী), শহীদ বুদ্ধিজীবী স্মারকগ্রন্থ (বাংলা একাডেমী), সত্তায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ —আলমগীর সাত্তার (সাহিত্য প্রকাশন ),স্বাধীনতার বাইশ বছর -মেজর রফিকুল ইসলাম, পিএসসি (কাকলী প্রকাশনী), একাত্তরের সন্ধানে-আসাদুজ্জামান আসাদ (কাকলী প্রকাশনী ),মুক্তিযুদ্ধ ও মিত্রবাহিনী–আসাদুজ্জামান আসাদ (কাকলী প্রকাশনী ),Contribution of India in The War of Liberation of Bangladesh —Salalm Azad (Ankur Prakashani), Mujibnagar Government Documents 1971 For: Prof. Salahuddin Ahmed ed. Dr. Sukumar Biswas (Maola Brothers ,February 2005 ),মুক্তির সোপানতলে- রফিকুল ইসলাম বীরউত্তম (আগামী প্রকাশনী ,ফেব্রুয়ারি ২০০১), মুক্তিযুদ্ধের পত্র-পত্রিকা এবং জন্মভূমি প্রসঙ্গ -ফজলুল বারী সম্পাদিত (সংযোগ প্রকাশন, ১৯৯০ )৷

এছাড়া বাংলাদেশ-রাষ্ট্র, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সমকালীন রাজনীতি, বাংলাদেশের সমাজ –ব্যবস্হা, বাঙ্গালি জাতীয়তাবাদ –ইত্যকার বিষয়াদির উপর বাংলাদেশের বরেন্য শিক্ষাবিদ,চিন্তাবিদ,লেখক ও সাংবাদিকদের কিছু বই রয়েছে ,যেগুলো কীনা অবশ্যই,অবশ্যই এবং অবশ্যই আমাদের নতুন প্রজণ্মের ছেলেমেয়েদের ও বোদ্ধা পাঠকদের পড়া উচিত ও একইসঙ্গে সংগ্রহে রাখা উচিত বলে আমি মনে করি ৷ নীচে সে বইগুলোর তালিকাও দেয়া হলো :

বাংলাদেশ-রাষ্ট্র, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সমকালীন রাজনীতি, বাংলাদেশের সমাজ –ব্যবস্হা, বাঙ্গালি জাতীয়তাবাদ –ইত্যকার বিষয়াদির উপর বাংলাদেশের বরেন্য শিক্ষাবিদ,চিন্তাবিদ,লেখক ও সাংবাদিকদের কিছু বই :

বাংলাদেশ :সমকালীন সমাজ- রাজনীতি-প্রফেসর রাশিদ আসকারী , জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি-এমিরেটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, বাঙ্গালি নারী: সাহিত্যে ও সমাজে-এমিরেটাস প্রফেসর ডঃ আনিসুজ্জামান , কাল নিরবধি-এমিরেটাস প্রফেসর ডঃ আনিসুজ্জামান,Bangladesh-A Political History since Independence— Professor Ali Reaz, বাঙালি জাতীয়তাবাদ ও বাংলাদেশের অভ্যুদয়, প্রফেসর নেহাল করিম, যখনি জাগিবে তুমি-প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল, রবীন্দ্রনাথ ও তাঁর শিক্ষাভাবনা -প্রফেসর মাসুদুজ্জামান, পুরুষতন্ত্র ও যৌনরাজনীতি-প্রফেসর মাসুদুজ্জামান, হাঙর নদী গ্রেনেড-সেলিনা হোসেন , আগষ্টের এক রাত-সেলিনা হোসেন, বাংলাদেশ: রাষ্ট্র-রাজনীতি,সরকার ও সংবিধান–ইসরাফিল আলম,এম.পি, স্হবির যৌবন- নাসরিন জাহান, নারীর প্রেম - নাসরিন জাহান,হিমু ও মিশির আলী সিরিজ-অধ্যাপক ও কথা-সাহিত্যিক হমায়ূন আহমেদ ,আগুনের পরশমনি- অধ্যাপক ও কথা-সাহিত্যিক হমায়ূন আহমেদ , জোছনা ও জননীর গল্প অধ্যাপক ও কথা-সাহিত্যিক হমায়ূন আহমেদ, ক্রীদাসের হাসি- কথা সাহিত্যিক শওকত ওসমান,জননী -কথা সাহিত্যিক শওকত ওসমান ,এ লড়াই অনিবার্য ছিল-ডাঃ নুজহাত চৌধুরী, পৃথিবীর এক বিশ্ববিদ্যালয়-অধ্যাপক লুৎফর রহমান জয় , সুপ্রিয় দিনলিপি—সহযোগী অধ্যাপক ফারহানা আকতার (উল্লেখ্য,’সুপ্রিয় দিনলিপি বইটির বিভিন্ন খণ্ডে আমার ছাত্রজীবন ও কর্মজীবনের পাশাপাশি সমগ্র বাংলাদেশকে নিয়ে আমি একটি গল্প বলবার চেষ্টা করেছি যেখানে রয়েছে বাংলাদেশের প্রকৃত ইতিহাস, এর বিভিন্ন অর্জন, কৃষ্টি-কালচার -যার অন্তর্ভুক্ত এর আচার-আচরণ,পোষাক-আষাক,খাদ্যাভাস, রাজনীতি, শিক্ষানীতি,অর্থনীতি, সুস্হ ও পরিছ্ছন্ন বিনোদননীতি ইত্যকার সকল বিষয় অর্থাৎ বাংলাদেশের অরিজিনালিটি বা নিজস্বতা চর্চার কথা ৷ প্রতিটি মানুষ যেমন তার শিক্ষা-দীক্ষা, চাল-চলন, আচার-আচরন, অভিজ্ঞতা, দক্ষতা ও ব্যক্তিত্বে অন্য আরেকটি মানুষ থেকে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে ঠিক তেমনিভাবে একটি রাষ্ট্রও অন্য আরেকটি রাষ্ট্রের চাইতে আলাদা বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে৷বইটিতে আরো বলা হয়েছে, “আলোকিত মানুষ চাই এবং একই সঙ্গে দেশপ্রেমিক , মানবিক, নৈতিক-মূল্যবোধসম্পন্ন , অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, আধুনিক মানুষও চাই -এবং এটাই হওয়া উচিত আধুনিক বাংলাদেশ-এর শ্লোগান”)৷

সর্বোপরি, বাংলাদেশের নতুন প্রজণ্মের একজন সিনিয়র প্রতিনিধি তথা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, একনিষ্ঠ লেখক ও সচেতন –সুনাগরিক হিসেবে আমি মনে করি, ‘শুধু এই বইগুলোর পাশাপাশি যদি বাংলা সাহিত্যের অন্যান্য উপন্যাস,কাব্য ও নাটককে আমরা আমাদের নাট্যকলা,ফিল্ম ও অন্যান্য বাঙ্গালি বিনোদনের মাধ্যমে তুলে ধরতে পারি এবং নিয়মিত আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এর চর্চা অব্যাহত রাখতে পারি, তাহলে আমাদেরকে আর কখনো বিনোদন বা সংস্কৃতির জন্য অন্য দেশ বা জাতির সংস্কৃতির উপর নির্ভর করতে হবেনা৷ (চলবে)

ফারহানা আকতার

তথ্যসূত্র: বুকস, ইন্টারনেট

লেখক: ফারহানা আকতার, বিশ্ববিদ্যালয় শিক্ষক, লেখক, কলামিস্ট এবং গবেষক ৷

লেখকের অন্যান্য বই

বাংলাদেশ সময়: ১২:২৩:২০   ১০৮৬ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ