ওয়েষ্ট ইন্ডিজের নতুন দলের সাথে জিততেই ঘাম বের হয়ে গেল বাংলাদেশের

Home Page » ক্রিকেট » ওয়েষ্ট ইন্ডিজের নতুন দলের সাথে জিততেই ঘাম বের হয়ে গেল বাংলাদেশের
বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১



 ফাইল ছবি

 মো: সুমন হোসেন : সাকিব, অভিষিক্ত হাসান মাহমুদ আর মুস্তাফিজের বোলিং নৈপূণ্যে মাত্র ১২২ রানে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ৷ এটি ছিল বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস৷

এই রান তাড়া করতে বাংলাদেশকে চারটি উইকেট হারাতে হয়েছে৷ অধিনায়ক তামিম সর্বোচ্চ ৪৪ রান করেছেন৷ সাকিব আর মুশফিক (অপরাজিত) করেছেন ১৯ রান করে৷ লিটন দাস করেছেন ১৪, আর তিনে নামা শান্ত করেছেন মাত্র এক রান৷ রিয়াদ অপরাজিত ছিলেন ৯ রানে৷

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অভিষিক্ত বোলার আকিল হোসেন ১০ ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন৷

ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাকিব৷ ম্যাচ শেষে তিনি বলেন, দশ মাস পর মাঠে নেমে টাইগাররা একটু নার্ভাস ছিলেন৷

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, ঢাকা
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ সুপার লিগে ভালো শুরু করলো টাইগাররা৷ এই লিগকে ২০২৩ সালে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের বাছাইপর্ব ধরা হচ্ছে৷

তিন ম্যাচ সিরিজের পরের ম্যাচ শুক্রবার ঢাকায়৷ পরেরটি সোমবার চট্টগ্রামে৷

বাংলাদেশের কড়া বোলিং

এ কারণে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ৷ শুরুতে মুস্তাফিজ দুই উইকেট নেন৷ এরপর সাকিব চারটি, অভিষেক হওয়া হাসান মাহমুদ তিনটি আর মেহেদী হাসান মিরাজ নেন একটি উইকেট৷

নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেই বোলিং নৈপূণ্য দেখিয়েছেন সাকিব৷ সাত ওভার দুই বল করে পেয়েছেন চার উইকেট৷ শুধু তাই নয়, সাকিবকে খেলতেই পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা৷ তাইতো তার কাছ থেকে মাত্র আট রান নিতে পেরেছেন তারা৷

এছাড়া হাসান মাহমুদও নজড়কাড়া বোলিং করেছেন৷ একসময় হ্যাট্রিক করার পর্যায়ে চলে গিয়েছিলেন তিনি৷ ষষ্ঠ উইকেটে জমে যাওয়া কাইল মেয়ার্স ও রোভম্যান পাওয়েলের জুটি ভাঙেন মাহমুদ৷ পাওয়েলের উইকেট পাওয়ার পর নেন রেমন রেইফারের উইকেট৷ তবে হ্যাট্রিক সুযোগের বলটি ঠেকিয়ে দেন আলজারি জোসেফ৷

বাংলাদেশ সময়: ১৫:০৩:২৭   ৫৬৩ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ