সিলেটের প্রবীণ নাট্যজন, লেখক, অনুবাদক, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না আর নেই।

Home Page » সারাদেশ » সিলেটের প্রবীণ নাট্যজন, লেখক, অনুবাদক, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না আর নেই।
সোমবার, ১৮ জানুয়ারী ২০২১



 ফাইল ছবি

নিজস্ব প্রতিবেক: সিলেটের প্রবীণ নাট্যজন, লেখক, অনুবাদক, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন। ছেলে যুক্তরাজ্য প্রবাসী।

রোববার, ১৭ জানুয়ারি রাত ৯টায় সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগের মাধ্যমে নিশ্চিত করেছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

গত বৃহস্পতিবার লাইফসাপোর্ট খুলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। এরপর শুক্রবার তাকে নগরের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে সেখানে তিনি মারা যান।

নিজাম উদ্দিন লস্কর কিডনির সমস্যাসহ আরও নানা জটিল রোগে ভূগছিলেন। তাকে নিয়মিত ডায়ালোসিস করাতে হতো।

নিজাম উদ্দিন লস্কর ময়না একাত্তরে মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে বীরোত্বপূর্ণ ভূমিকা রাখেন। একটি সম্মুখ যুদ্ধে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। তিনি নাট্যকার, নির্দেশক, অনুবাদক এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে সিলেটে সুপরিচিত।

বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না এর মৃতদেহ আগামীকাল সোমবার ১৮ জানুয়ারী ২০২১ সকাল ১১ঃ৩০ মি: থেকে ১২:৩০ পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে।বাদ জোহর শাহজালাল দরগা মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং হযরত শাহজালাল (রঃ) দরগাহ গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ০:৫২:৫১   ৪৫৪ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ