“জেসমিনকে প্রতি মাসে শত কোটি টাকা পরিশোধের করতে হবে “

Home Page » জাতীয় » “জেসমিনকে প্রতি মাসে শত কোটি টাকা পরিশোধের করতে হবে “
রবিবার, ৪ আগস্ট ২০১৩



jasmin-islam-sm20130804053602.jpgবঙ্গ- নিউজ ডটকমঃদুর্নীতির ২৬শ’ কোটি টাকার মধ্যে প্রতি মাসে ১শ’ কোটি টাকা করে পরিশোধের শর্তে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন মঞ্জুর করেছেন বিচারিক আদালত।রোববার আসামিপক্ষের আবেদনের ভিত্তিতে দেশের ইতিহাসে বৃহত্তম ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুদকের দায়ের করা ১১ দুর্নীতি মামলায় জেসমিন ইসলামকে জামিন দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জহুরুল হক। জামিনের শর্ত হিসেবে আদালত আদেশ দেন, ঋণ কেলেঙ্কারির মাধ্যমে হলমার্ক গ্রুপ যে ২৬শ’ কোটি টাকা দুর্নীতি করে হাতিয়েছিল, তা প্রতি মাসে ১শ’ কোটি টাকা করে ২৬ মাসে পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারিও জেসমিন ইসলামকে জামিন দেন একই আদালত। কিন্তু ১০ ফেব্রুয়ারি এ জামিন আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হলে ১১ ফেব্রুয়ারি জেসমিন ইসলামের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এছাড়াও ১১ মামলায় জামিনের নথিপত্রও তলব করেন হাইকোর্ট।

পাশাপাশি জেসমিন ইসলাম যাতে দেশত্যাগ না করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ১৮ ফেব্রুয়ারি জজ জহুরুল হককে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন। একই সঙ্গে জামিনের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য ওই আদালতের প্রসিকিউটরকে নির্দেশ দেন হাইকোর্ট।

ওই দিনই বিচারিক আদালতের জজ জহুরুল হক জেসমিন ইসলামের জামিন আদেশ বাতিল করেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জেসমিন ইসলাম আপিল বিভাগে আবেদন করেন। পরে ও আপিল বিভাগে তার এ আবেদন ও হাইকোর্টে তার জামিনের আবেদন নামঞ্জুর হয়।

গত বছরের ১৭ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টায় মানিকগঞ্জ সার্কিট হাউজের পেছনে বেওথা রোডের ১০ নম্বর বাসা থেকে তাকে আটক করে ৠাব।

এরপর তাকে ১১ মামলার মধ্যে রমনা ০৮(১০)১২ এবং ৯(১০)১২, ১০(১০)১২ নম্বর মামলায় কয়েক দফায় ১৩ দিনের রিমান্ডে নেয় দুদক।

উল্লেখ্য, বহুল আলোচিত হলর্মাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট ২৭ জনকে আসামি করে গত বছরের ৪ অক্টোবর রূপসী বাংলা হোটেল শাখা থেকে হলর্মাক গ্রুপ মোট দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে ১১টি মামলা দায়ের করে দুদক।

আসামিদের মধ্যে হলমার্কের ৭ জন এবং সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন।

জেসমিন ইসলামের বিরুদ্ধে ১১টি মামলায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৫১   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ