চলেছি পথে -গুলশান আরা রুবী

Home Page » সাহিত্য » চলেছি পথে -গুলশান আরা রুবী
সোমবার, ১১ জানুয়ারী ২০২১



বিরামহীন জীবন চলেছি এ পথ

এত বছর ধরে এ পৃথিবীতে

সাত সাগর পাড়ি দিয়ে এসেছি আঁধার জগতে।


এ ধরারতলে অন্য ভুবনে অচেনা পথিক হয়ে ছুটেছি

অলি থেকে গলি নগর থেকে শহর ক্লান্তিকর তবুও চলেছি।


আলো তার আলো জ্যোৎস্নানার জ্যোতি ঢালো

তিমির অন্ধকার নিশি আঁধার

করে কালো।


কবে তার দেখা পাবো দিগন্তে সীমানার

হার মানিবে না হে নিশাচর যদি না পায় কুল কিনারা।


ছন্দের শব্দের মত শিশির জল

যেমন করে ঝলমল

সুগন্ধী বিলিয়ে সন্ধ্যা মালতী হাসনাহেনা ফুটে যেমন।


গাছের ডালে পাখি বাঁধে নীড়

তাই বলে কি চলার পথে থাকবে এত ভিড়।


কাগজে পাণ্ডুলিপিতে  জমেছে হাজারো কবিতা

কলমের কালিতে লিখেছি গল্প ইতিহাসের কথা।


আকাশের রঙের মত মানুষের মন

আকাশে রঙ বদলাতে লাগে না সময়

তুমি যত পাহাড় পর্বত পাড়ি দিয়ে এসো না কেন

তোমাকে আঘাত করতে লাগবেনা সময়।


দেখতে যেমন মিষ্টি খেতে তেমন নয়

কথায় যেমন রস আছে

গুণে তত নয় মধুময়।


দুষ্ট লোকে বুদ্ধি জানে তার  চলাফেরা

কেমন করে ভাব ভঙ্গি করলে পাগল হবে তারা।

বাংলাদেশ সময়: ৯:১৪:৫০   ১৫৭০ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ