রাজউকের ‘হ্যাট্রিক’ সাফল্যের ৫ কারণ

Home Page » প্রথমপাতা » রাজউকের ‘হ্যাট্রিক’ সাফল্যের ৫ কারণ
রবিবার, ৪ আগস্ট ২০১৩



shahidul-islam-rajuk-princi.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ এইচএসসিতে টানা তৃতীয়বারের মতো দেশসেরা হয়েছে রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ।ধারাবাহিক এই সাফল্যের পেছনে পাঁচটি কারণ দেখছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমামুল হুদা।

তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী এবং পড়াশোনায়ও তারা সিরিয়াস। ফলাফলে তার প্রভাব রয়েছে।”

ভালো ফলের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষকদের অবদানের কথাও বললেন অধ্যক্ষ।

“এখানকার সব শিক্ষকই প্রফেশনাল। মেধা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়েই শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।”

অধ্যক্ষ বলেন, বোর্ড অব গভর্নেন্স যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবেই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। বাইরের কোনো ধরনের হস্তক্ষেপ বা প্রভাব এখানে নেই।

ইমামুল বলেন, রাজউক স্কুল ও কলেজে শিক্ষার্থী ভর্তিতে কোনো ধরনের অনুরোধ রাখা হয় না। যোগ্যাতার ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হয়।

এছাড়া শিক্ষার্থীদের অভিভাবক এবং কলেজ প্রশাসনের ভূমিকার কারণেও ধারাবাহিকভাবে ভালো ফল হচ্ছে বলে মনে করেন তিনি।

“সক কিছু মিলিয়ে ভালো একটি টিম এখানে কাজ করে। যার প্রভাব ফলাফলে রয়েছে। আমরা এই ফল ধরে রাখতে চাই।”

এইচএসসিতে এবার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের এক হাজার ২১৮ জন পরীক্ষার্থীর মধ্যে একজন ফেল করলেও বাকি সবাই জিপিএ-৫ পেয়েছে।

নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচ মানদণ্ডের ওপর ভিত্তি করে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

এই মানদণ্ডে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ পেয়েছে ৯৭ দশমিক ২৯ পয়েন্ট। আর ৯২ দশমিক ৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ।তৃতীয় অবস্থানে থাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পয়েন্ট ৯২ দশমিক ৫২।

শনিবার ফল প্রকাশের সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে রাজউক উত্তরা মডেলের শিক্ষার্থীরা। এতে শামিল হন শিক্ষক-অভিভাবকরাও।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ১৯৭ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১১:৪৩:১৩   ৫৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ