ভাঙ্গায় পিস্তল, ডাকাতির মালামাল ও ডাকাত সহ গ্রেফতার-১০

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় পিস্তল, ডাকাতির মালামাল ও ডাকাত সহ গ্রেফতার-১০
শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০



আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সহ গ্রেফতারকৃতরা । নিচে জব্দ ও উদ্ধারকৃত মালামাল
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সহ একটি পিস্তল, চার রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল, চাপাতি, ডাকাতির সময় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ, লুন্ঠিত ৫৪ হাজার আটশ টাকা, একটি ল্যাপটপ, একটি ট্যাব, স্বর্ণালঙ্কার, বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার ও ১০ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার সকালে ভাঙ্গা থানা চত্বরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য সাংবাদিকদের জানান।
গ্রেফতারকৃতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার ধানজাইল গ্রামের মোঃ আবু মোল্লার ছেলে মোঃ ইসলাম মোল্লা (৫২), কাশিয়ানী থানার পদ্মবিল গ্রামের সেকেন্দার শেখের ছেলে বেলায়েত শেখ (৩৫), গোপালগঞ্জ সদরের মাটলা গ্রামের রহমান খাঁর ছেলে ফরিদ খাঁ (৪৭), মুকসুদপুর থানার চর বাহারা গ্রামের মৃত সেকেন শেখের ছেলে শহিদুল শেখ (৩৩), ফরিদপুরের ভাঙ্গা থানার ব্রাক্ষ্মনকান্দা গ্রামের দুধাই মুন্সির ছেলে মোঃ হাবিব মুন্সি (৪৫), একই গ্রামের সামচু ওরফে সামু বেপারীর ছেলে মুসা বেপারী (৪৫), বাররা গ্রামের মৃত কানাই সরদারের ছেলে সুজন সরদার (৩৯), সালথা থানার ভলিভদ্রাদী গ্রামের ছত্তার মাতুব্বরের ছেলে ওবাইদুর মাতুব্বর (২৬), ফেনী জেলার দাগনভূঁইয়া থানার মেহেদীপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মোঃ বদিউল আলম (৫০) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানার কেমতলী গ্রামের ঠাকুর দাশ করের ছেলে পলাশ কর (২৮)।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বলেন, গত ১৩ ডিসেম্বর রাতে ভাঙ্গা থানার হামিরদী ইউনিয়নের ছোট হামিরদী গ্রামে দেলোয়ার ফকিরের বাড়িতে ডাকাতি হয়। পরে দেলোয়ার ফকির বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এ মামলায় হামিরদী গ্রামের চুন্নু মাতুব্বরকে (৩৫) আসামী ও অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দেওয়া হয়। এরপর গত ১৭ ডিসেম্বর রাতে হামিরদী ইউনিয়নের বড় হামিরদী গ্রামের কাজী ফাহাদ ইসলাম শোভনের বাড়িতে ডাকাতি হয়। কাজী ফাহাদ ঐ দিনই ভাঙ্গা থানায় ডাকাতি মামলা করেন। হামিরদী গ্রামের দুটি ডাকাতির ঘটনায় আসামী চুন্নু মাতুব্বরকে গ্রেফতার করে তাকে আদালতে পাঠায় পুলিশ। স্বীকারোক্তিমূলক জবানবন্দী ও তার দেয়া তথ্যানুযায়ী ভাঙ্গা থানার পুলিশ গত ২৪ ও ২৫ ডিসেম্বর ভাঙ্গা ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় ডাকাতদের কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত অস্ত্র, বিভিন্ন সরঞ্জামাদি জব্দ ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান জানান, ডাকাত শহিদুলের কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার হওয়া ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলেও নিশ্চিত করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯:২৮:৪০   ৮০৬ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ