সাকিব সবচেয়ে দামি । নিলামে দেশীয় তারকাদেরই কদর বেশি

Home Page » খেলা » সাকিব সবচেয়ে দামি । নিলামে দেশীয় তারকাদেরই কদর বেশি
শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১২



বঙ্গ-নিউজ ডটকম : desktop.jpgবিপিএল টি-টোয়েন্টির দ্বিতীয় মৌসুমের খেলোয়াড়দের নিলাম সম্পন্ন হয়েছে গতকাল। নিলামে তোলা হয় বিভিন্ন ক্যাটাগরির ১৪৭ জন বিদেশি এবং ১৪০ জন দেশি ক্রিকেটার। হোটেল রেডিসনে অনুষ্ঠিত এই নিলামে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে বিক্রি হয়েছেন অল-রাউন্ডার সাকিব আল হাসান। তাছাড়া দেশীয় প্রায় সব তারকা ক্রিকেটার নজরকাড়া মূল্য পেয়েছেন। তাদের কদর বিদেশিদের চেয়ে কোনো অংশে কম ছিল না। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দাম পেয়েছেন পাকিস্তানের ইমরান নাজির। দেশীয় গোল্ডেন ক্যাটাগরির ক্রিকেটার সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর জন্য সিলেট বাদে বাকি ৬ দলই দেশি এই ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য বেঁধে দেয়া সর্বোচ্চ মূল্যসীমা (৭০ হাজার ডলার) অতিক্রম করে ফেলে। নিয়মানুযায়ী গোপন খামে প্রস্তাবিত মূল্য জমা দেয় দলগুলো। আর তাতে ভিত্তি মূল্যের বিদেশি গোল্ডেন ক্রিকেটারদেরও সর্বোচ্চ মূল্য (১ লাখ ৫০ হাজার ডলার) ছাড়িয়ে সাকিবের দাম ওঠে ৩ লাখ ৬৫ হাজার ডলার।
গোপন খামে সাকিবের জন্য খুলনা রয়েল বেঙ্গলস ৯০ হাজার, বরিশাল বার্নার্স ১ লাখ ২ হাজার, চিটাগং কিংস ১ লাখ ৭৫ হাজার, রংপুর রাইডার্স ১ লাখ ৬০ হাজার, দুরন্ত রাজশাহী ২ লাখ ৩০ হাজার ডলার দাম হাঁকে। সবাইকে টেক্কা দিয়ে ৩ লাখ ৬৫ হাজার ডলার দিয়ে সাকিবকে কিনে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। গত বছর প্রথম আসরে সাকিবকে ২ লাখ ১০ হাজার ডলারে দলে নিয়েছিল খুলনা রয়েল বেঙ্গলস। দেশি খেলোয়াড়দের মধ্যে গোল্ডেন ক্যাটাগরিতে অপর তিন ক্রিকেটারের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের। সিলেট রয়্যালস তাকে কিনেছে ২ লাখ ৫ হাজার ডলারে। সহ-অধিনায়ক মাহমুদুল্লাহকে ১ লাখ ২৫ হাজার ডলারে চিটাগং এবং তামিম ইকবালকে কিনেছে দুরন্ত রাজশাহী ১ লাখ ৬৫ হাজার ডলারে। তামিমকে পেতে টাইব্রেকারেও সমান দাম হাঁকায় রাজশাহী ও ঢাকা। কিন্তু টসে জিতে যায় রাজশাহী। বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দাম উঠেছে ইমরান নাজিরের। গোল্ডেন ক্যাটাগরির পাকিস্তানি এ ব্যাটসম্যানকে ২ লাখ ৮০ হাজার ডলারে কিনেছে চিটাগং কিংস। গোল্ডেন ক্যাটাগরিতে অন্য বিদেশি খেলোয়াড়দের মধ্যে ইমরান নাজিরের পর সর্বোচ্চ ২ লাখ ৭৫ হাজার ডলারে পাকিস্তান অল-রাউন্ডার শহীদ আফ্রিদিকে কিনেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। একই ক্যাটাগরিতে পাকিস্তানের সাঈদ আজমল ১ লাখ ১৫ হাজার ডলারে বরিশাল বার্নার্সে, শোয়েব মালিক ৮৫ হাজার ডলারে খুলনা রয়্যাল বেঙ্গলসে গেছেন। দেশি-বিদেশি মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন পাকিস্তানি সাবেক অল-রাউন্ডার আজহার মাহমুদ, ২ লাখ ৬০ হাজার ডলারে তাকে পেয়েছে বরিশাল বার্নার্স।
একই ক্যাটাগরিতে ইংল্যান্ডের লিউক রাইটকে ৭৫ হাজার ডলারে কিনেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। একই দামে ওয়াইজ শাহ, তিলকরত্নে দিলশানকে নিয়েছে তারা। অস্ট্রেলিয়ার ব্রাড হজকে ১ লাখ ২৫ হাজার ডলারে পেয়েছে বরিশাল বার্নার্স। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাকে ১ লাখ ১৫ হাজার ডলারে কিনেছে ঢাকা। ক্যারিবীয় তারকাদের মধ্যে গোল্ডেন ক্যাটাগরিতে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার ডলার দাম ডোয়াইন ব্রাভোর। তিনি গেছেন চিটাগং কিংসে। আন্দ্রে রাসেলকে ১ লাখ ১৫ হাজার ডলারে কিনেছে সিলেট রয়্যালস, একই দামে মারলন স্যামুয়েলসকে কিনেছে দুরন্ত রাজশাহী। ৭৫ হাজার ডলারে ফিদেল এডওয়ার্ডসকে রংপুর রাইডার্স, সুনিল নারাইনকে বরিশাল বার্নার্স, টিনো বেস্টকে পেয়েছে সিলেট রয়্যালস।
এদিকে, ‘এ’ ক্যাটাগরির অনেক ক্রিকেটারের দাম বেঁধে দেয়া সর্বোচ্চসীমা ছাড়িয়ে টাইব্রেকারে দ্বিগুণ থেকে তিনগুণ উঠেছে। ‘এ’ ক্যাটাগরিতে দেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দাম উঠেছে নাসির হোসেনের। এই ক্যাটাগরিতে দেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ২ লাখ ৮ হাজার ডলারে নাসিরকে পেয়েছে বিপিএলের নতুন দল রংপুর রাইডার্স। একই ক্যাটাগরির দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার ডলারে সিলেট কিনেছে জাতীয় দলের নতুন মুখ সোহাগ গাজীকে। এছাড়া ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে ১ লাখ ৪১ হাজার ডলারে মাশরাফি বিন মুর্তজা, ১ লাখ ২১ হাজার ডলারে এনামুল হক বিজয় ও মোহাম্মদ আশরাফুল ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছেন। ১ লাখ ৩৭ হাজার ডলারে জিয়াউর রহমান দুরন্ত রাজশাহীতে বিক্রি হয়েছেন। রংপুর রাইডার্স ৯২ হাজার ৭৭৭ ডলারে পেয়েছে আবদুর রাজ্জাককে। ‘বি’ ক্যাটাগরিতে থাকলেও মমিনুল হক ও আবুল হাসানকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কাড়াকাড়ি লক্ষ্য করা গেছে। ১ লাখ ২৭ হাজার ডলারে মমিনুলকে দলে নিয়েছে সিলেট রয়্যালস। আর আবুল হাসানকে দুরন্ত রাজশাহী কিনে নেয় ১ লাখ ২১ হাজার ডলারে।
অনেক ক্রিকেটারকে ফ্লোর প্রাইজ থেকে বাড়তি দামে কেনা হলেও বাড়তি টাকার পুরোটা সংশ্লিষ্ট ক্রিকেটার পাবেন না। বাড়তি টাকার ৩০ শতাংশ পাবেন সংশ্লিষ্ট খেলোয়াড়, বিসিবি পাবে ৬০ শতাংশ আর আয়োজক কোম্পানি গেম অন নেবে ১০ শতাংশ। আগামী ১৭ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের দ্বিতীয় আসরের। পরের দিনই ম্যাচ শুরু হবে। এবারের আসরে ঢাকা, চট্টগ্রাম ছাড়াও খুলনায় বেশ ক’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় মৌসুমে আগের ছয়টি দল ঢাকা গ্ল্যাডিয়েটর্স, দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস, খুলনা রয়্যাল বেঙ্গলস, বরিশাল বার্নার্স ও চিটাগং কিংসের সঙ্গে নতুন যোগ হয়েছে রংপুর রাইডার্স। আর এবারের আসরের টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক লিমিটেড।
বিপিএলের দ্বিতীয় আসরে সর্বোচ্চ দরে বিক্রি হয়েছেন সাকিব আল হাসান। গোল্ডেন ক্যাটাগরিতে দেশি-বিদেশি ক্রিকেটারদের মধ্যে তাঁর দাম উঠেছে ৩ লাখ ৬৫ হাজার ডলার। তবে গতবার খুলনা রয়েল বেঙ্গলসে খেলা সাকিবকে এবার দেখা যাবে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলতে। রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে এই মুহূর্তে বিপিএলের দ্বিতীয় আসরের নিলাম অনুষ্ঠিত হচ্ছে।
সাকিবের পর সর্বোচ্চ ২ লাখ ৮০ হাজার ডলারে বিক্রি হয়েছেন পাকিস্তানের ইমরান নাজির। গতবার ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলা নাজির এবার খেলবেন চিটাগং কিংসের হয়ে।
গোল্ডেন ক্যাটাগরির দেশি খেলোয়াড়দের মধ্যে সাকিবের পরপরই দাম উঠেছে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের। ২ লাখ পাঁচ হাজার ডলারের বিনিময়ে তিনি এবার খেলবেন সিলেট রয়্যালসের হয়ে। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহকে ১ লাখ ২৫ হাজার ডলারে রেখে দিয়েছে চিটাগং কিংস। গতবার চিটাগংয়ের হয়ে খেলা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের এবার স্থান হয়েছে দুরন্ত রাজশাহী দলে। তাঁর দর ১ লাখ ৬৫ হাজার ডলার।

বাংলাদেশ সময়: ৫:২৭:৫২   ৬৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ