ঝিনাইদহের মধুহাটী ইউপির চেয়ারম্যান জুয়েলসহ ৫ ইউপি সদস্য বহিষ্কার

Home Page » সারাদেশ » ঝিনাইদহের মধুহাটী ইউপির চেয়ারম্যান জুয়েলসহ ৫ ইউপি সদস্য বহিষ্কার
সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০



ফাইল ছবি

আব্দুস সালাম বঙ্গনিউজ,ঝিনাইদহ:  সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা প্রণয়নে দুর্নীতি-অনিয়ম ও সরকারি কাজে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহ সদর উপজেলার ২ নং মধুহাটী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল সহ ৫ জন ইউপি সদস্যকে সাময়িক বহিস্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ হাতে এসে পৌছেছে।

শোকজ নোটিশ অনুযায়ী ১০ ডিসেম্বর এক প্রজ্ঞাপনে মধুহাটী ইউপির চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল,১ নং ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম,২ নং ওয়ার্ডের সদস্য শ্রী শান্তি বিশ্বাস,৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ আঃ মজিদ,৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ গোলাম রসুল এবং ৮ নং ওয়ার্ডের সদস্য মোঃ রসুলকে জনস্বার্থে সাময়িক বহিস্কার করে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৪ এর (খ) ও (ছ) ধারা অনুযায়ী কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না জানতে ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।শোকজ নোটিশ নং (স্মারক নংঃ ৪৬.০০.৯৩০০.০১৭.৯৯.০০১,১৬-১৩৫৬)। এর আগে তাদের স্মারক নংঃ ৪৬.০০.৯৩০০.০১৭.৯৯.০০১,১৬-১৩৫৫ প্রজ্ঞাপণে সাময়িক বহিস্কারাদেশ প্রদান করা হয়।
করোনাকালীন সময়ে সরকারের ১০ টাকা কেজি খাদ্যবান্ধব কর্মসূচিতে ব্যাপক দুর্নীতি অনিয়ম ধরা পড়ে এই ইউনিয়নে।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল কয়েকজন ইউপি সদস্যদের সাথে যোগ সাজশে একই জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে প্রায় ৪০টি কার্ড করে চাল আত্মহসাত করে আসছিলেন।এই কর্মসূচিতে প্রায় ৩০০টি কার্ডে এই অনিয়ম ধরা পড়ে। এই বিষয়ে বিভিন্ন প্রিন্ট পত্রিকা,অনলাইন গণমাধ্যম, এবং টেলিভিশন চ্যানেলে এই সংবাদ প্রকাশিত হয়। সরকারের সংশ্লীষ্ট কর্তৃপক্ষের একটি তদন্ত দল সরজমিনে তদন্ত করেও দুর্নীতির প্রমাণ পায়।এর আগে এই ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ২ ডিলারকে অপসারণ করে জেলা প্রশাসন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব আরিফ উজ জামান সহ একটি তদন্ত টিম ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল সহ ৭ জন ইউপি সদস্যকে বহিস্কারের সুপারিশ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়।তারই ফলশ্রুতিতে গত ১০ ডিসেম্বর ১৩৫৫ নং স্মারকে জনস্বার্থে ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল সহ ৫ ইউপি সদস্যকে সাময়িক বহিস্কার করে প্রজ্ঞাপণ জারি করে।একই সাথে কেন তাদের চূড়ান্ত অপসারণ করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে।
এই পত্রের অনুলীপি ঝিনাইদহ জেলা প্রশাসক,ঝিনাইদহ উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় সরকার বিভাগের প্রোগ্রামারকে সংরক্ষণের নির্দেশ দিয়ে পাঠানো হয়।এছাড়াও প্রধানমন্ত্রীর একান্ত সচিব,মূখ্য সচিবের একান্ত সচিব এবং অতিরিক্ত সচিবের একান্ত সচিবের অনুকূলে অনুলীপি পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৪:৩৮   ৪৭০ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ