এইচএসসিতে কমল পাসের হার

Home Page » প্রথমপাতা » এইচএসসিতে কমল পাসের হার
শনিবার, ৩ আগস্ট ২০১৩



rrr.jpg   Sanuar Hossain sajib bongo-news .com: ২০১৩ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। গতবারের চেয়ে এবার পাসের হার কমেছে।
এ বছরের পাসের হার ৭৪.৩০ শতাংশ যা ২০১২ সালের চেয়ে ৪ দশমিক ৩৭ শতাংশ কম। গত বছরে এ হার ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ।দেখা গেছে, ২০১২ সালে ঢাকা বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ০৮। ২০১৩ সালে তা কমে হয়েছে ৭৪ দশমিক ৪ শতাংশ।

একইভাবে চট্টগ্রামে পাসের হার কমেছে। গতবছর ৭২ দশমিক ৩১ শতাংশ পাসের হার হলেও এবার তা প্রায় ১০ শতাংশ কমে নেমে এসেছে ৬১ দশমিক ২২ শতাংশে।

রাজশাহী বোর্ডে গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৪। এ বছর এ হার ৭৭ দশমিক ৬৯ শতাংশ।

এ বছর বরিশাল বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ৯৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৭১ দশমিক ১২ শতাংশ।

কুমিল্লা বোর্ডে এবার পাসের হার ৬১ দশমিক ২৯। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৬৮ শতাংশ।

অন্যদিকে পাসের হার বেড়েছে সিলেট, দিনাজপুর, যশোর ও কুমিল্লা বোর্ডে।

সিলেট বোর্ডে এবার পাস করেছে ৭৯.১৩ শতাংশ পরীক্ষার্থী, যা গত বছর ছিল ৭৫ দশমিক ৬৮।

গত বছর সবচেয়ে খারাপ ফল ছিল যশোর বোর্ডের। এবার যশোর বোর্ডে পাসের হার সামান্য বেড়েছে। বোর্ডটিতে এ বছরের পাসের হার ৬৭ দশমিক ৮৭ যা গত বছর ছিল ৬৭ দশমিক ৪৯ শতাংশ।

দিনাজবোর্ড এ বছর পাসের হার ৭৫ দশমিক ৪১ শতাংশ। গত বছর এ হার ছিল মাত্র ৭১ দশমিক ৯৪ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, মূলত সৃজনশীল পদ্ধতিতে প্রথমবারের মতো পরীক্ষার পদ্ধতির কারণে পাসের হার কমছে।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল বিপর্যয়ের কারণ বিএনপি জামায়াতের কর্মকাণ্ড। অনেকে বলছেন, রাজনৈতিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে ফলাফলে।

উল্লেখ্য, চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় ১০ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৪৪ হাজার ৮৯১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ১৯৭ জন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইচএসসি, মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি (বিএম) পরীক্ষার ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন

বাংলাদেশ সময়: ১৩:৫০:৩৯   ৫৫০ বার পঠিত  




প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ