অচেনা সাকিব

Home Page » ক্রিকেট » অচেনা সাকিব
শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০



ফাইল ছবি

 মোঃ সুমন হোসেন , প্রতিনিধি বঙ্গনিউজঃফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ার আগে ২০১৯ বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্স করেছিলেন সাকিব আল হাসান। ৬০৬ রান ও ১১ উইকেটের সেই ঈর্ষন্বীয় পারফরম্যান্স কখনোই বিস্মৃত হবে না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠের ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তন হয়েছে বঙ্গবন্ধু টি-২০ কাপে। কিন্তু চলমান টুর্নামেন্টে যেন অচেনা সাকিবই ধরা দিচ্ছেন ২২ গজে!

টুর্নামেন্টে জেমকন খুলনার হয়ে আট ম্যাচে ব্যাটিংয়ে ৮২ রান ও বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। হাড্ডিসার এই পারফরম্যান্স তার নামের পাশে বড্ড বেমানান। বিশেষ করে ব্যাটিংয়ে এত লম্বা সময় বড় রান না পাওয়ার নজির তার ক্যারিয়ারে জুড়েই নেই। সর্বোচ্চ ১৫ রান করেছেন গত ৮ ডিসেম্বর চট্টগ্রামের ও ২৪ নভেম্বর বরিশালের বিপক্ষে। দুঅঙ্কের ঘর পার হয়েছেন আরও তিনটি ম্যাচে। আর তিন ম্যাচে দুঅঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

ক্রিকেটাঙ্গন জুড়ে তাই সবার মুখে মুখে ফিরছে কবে সেরা ছন্দে দেখা যাবে সাকিবকে? ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার অবশ্য নির্ভার আছেন। গতকাল ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেছেন, ‘দেখি কত দ্রুত কামব্যাক করা যায়। চেষ্টা থাকবে যেন ভালো করতে পারি। বাকিটা দেখা যাক।’

স্থানীয় কোচ ও সাকিবের সতীর্থরা আগেই আশঙ্কা করেছিলেন যে, ছন্দে ফিরতে সময় লাগবে এই অভিজ্ঞ ক্রিকেটারের। নিষেধাজ্ঞার কারণে এক বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। ফিরে এসে টানা আট ম্যাচ খেললেও স্বরূপে ফিরতে পারেননি সাকিব।

ব্যাট হাতে উইকেটে থিতু হতে পারছেন না তিনি। গতকাল যেমন ৮ রান করে অফস্পিনার রবিউল ইসলাম রবির বলে স্লগ সুইপ খেলতে গিয়ে শর্ট থার্ড ম্যানে রুবেলের হাতে ক্যাচ দিয়েছেন। এদিন বল হাতেও সময়টা ভালো কাটেনি সাকিবের। নিজের প্রথম ওভারে চার ছক্কাসহ ২৬ রান দিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। পরে ৩ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৩৮   ৬৬৮ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ