বিশ্বে কার্বন নিঃসরণ কমেছে ৭ শতাংশ

Home Page » বিশ্ব » বিশ্বে কার্বন নিঃসরণ কমেছে ৭ শতাংশ
শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০



ফাইল ছবি

মোঃ সুমন হোসেন , প্রতিনিধি বঙ্গনিউজঃ চলতি বছর সারাবিশ্বে কার্বন নিঃসরণ রেকর্ড ৭ শতাংশ কমেছে বলে জানিয়েছে গ্লোবাল কার্বন প্রজেক্ট। করোনা (কোভিড-১৯) মহামারীকালে লকডাউন এবং যোগাযোগ ও চলাচলের বিধিনিষেধের কারণে এই কার্বন নিঃসরণ কমেছে। ১০ শুক্রবার সংস্থাটির বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গবেষকদের আন্তর্জাতিক একটি দল এই প্রতিবেদনটি তৈরি করেছে। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম এএফপি।

সংস্থাটির তথ্য মতে, চলতি বছর প্রায় ২.৪ বিলিয়ন টন কার্বন নিঃসরণ কম হয়েছে। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে কার্বন নিঃসরণ ০.৯ বিলিয়ন টন ছিলো। আর ২০০৯ সালের অর্থনৈতিক মন্দার সময় ০.৫ বিলিয়ন টন কম হয়েছিল।

ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, এ বছর জৈবজ্বালানি ও শিল্পকারখানা থেকে ৩৪ বিলিয়ন টন কার্বন নিঃসরণ হয়েছে। এ বছর কার্বন নিঃসরণ সবচেয়ে বেশি কমেছে যুক্তরাষ্ট্রে, ১২ শতাংশ। আর ইউরোপীয় ইউনিয়নে কমেছে ১১শতাংশ।

চীন জানায়, এ বছর তাদের কার্বন নিঃসরণের হার অনেক কম হবে। তবে অর্থনীতি পুনরুদ্ধারের প্রক্রিয়ায় থাকা চীনে কার্বন নিঃসরণ কমেছে মাত্র ১.৭ শতাংশ।

এদিকে ২০২১ সালে নিঃসরণ পুনরায় দ্রুত বৃদ্ধি পেতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:৫৭   ৬১৫ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ