মধ্যনগরে চুরি হওয়া গাভী উদ্ধার

Home Page » সারাদেশ » মধ্যনগরে চুরি হওয়া গাভী উদ্ধার
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০



 

 

 

 

 

মধ্যনগরে চুরি হওয়া গাভী  উদ্ধারস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের মধ্যনগরে চুুুরি হওয়া একটি গাভী উদ্ধার করা হয়েছে।

জানা যায়,গত ৭ ডিসেম্বর মধ্যনগর থানার  বংশীকুন্ডা (দঃ) জয়পুর গ্রামের কুলইসলামের ছেলে শহীদ (২১)একটি সাদা রংয়ের গাভী বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের লাক বাড়ির  থেকে চুরি করে নিয়ে আসে।তারপর হামিদপুর চৌরাস্তায় শামসুদ্দিন মাস্টারের ছোটভাই শেখ রাজু আহম্মেদ জয়পুর গ্রামের আরব আলীর ছেলে পিয়াস মিয়ার সাথে দামাদামি করলে, পিয়াস মিয়া চল্লিশ হাজার টাকায় গাভীটি কেনার প্রস্তাব করে গরুর বেপারীকে আনতে যায়।তখন রাজু ঐ গরু অন্যজায়গায় ৩০ হাজার টাকায় বিক্রি করতে চাইলে পিয়াস তাকে বাঁধা দেয়। পিয়াসের পিতা আরব আলী জানতে পারে যে এইটা চুরি হয়ে যাওয়া গাভী। তিনি গাভীটি  জব্দ করে স্থানীয় গ্রাম পুলিশ আবুল কালাম কে দিয়ে বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম মাহমুদের সাথে কথা বলে দাতিয়াপাড়া গ্রামের সানজব আলীর কাছে আমানত রাখা হয়।গাভীর মালিক ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলিগড়া গ্রামের  আজিজুল হক জানান, বারহাট্টা উপজেলার

আসমা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আমার জামাই লাক মিয়ার বাড়ি থেকে গাভীটি গত ৭ ডিসেম্বর চুরি হয়।তারপর একটি সংবাদের মাধ্যমে জানতে পারি যে বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম মাহমুদের মাধ্যমে দাতিয়াপাড়া গ্রামের সানজব আলীর কাছে একটি গাভী আমানত রাখা হয়েছে। আজ এসে চেয়ারম্যান আজিম মাহমুদের সাথে যোগাযোগ করে আমি আমার গাভীটিকে উদ্ধার করি।এছাড়াও সনজব আলী বলেছেন মধ্যনগর থানা শ্রমিকলীগের সভাপতি শামসুদ্দিন মাস্টার গাভীর বায়না হিসেবে তিন হাজার টাকা আত্নসাদ করেছে।

এই বিষয়ে শামসুদ্দিন মাস্টার বলেন,অন্য একটি ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য জয়পুর গ্রামের আরব আলী ও তার লোকদের একধরনের ষড়যন্ত্র। এই অভিযোগটি মিথ্যা।

জয়পুর গ্রামের আরব আলী বলেন, আমি যখন জানতে পারি যে এই গাভী চুরি করে আনা। তখন গাভীটি আটক করে স্থানীয় গ্রামপুলিশ আবুল কালামের মাধ্যমে ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদের কাছে পাঠিয়ে দেই।আমি কাউকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসাতে চাইনা।শামসুদ্দিন মাস্টারের অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট।

ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ বলেন, গাভীটির  মালিকের সন্ধান পাওয়ার পর মালিকের কাছে গাভীটি হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৪২:৫২   ৮৫১ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ