বাসায় ফিরে আইসোলেশনে বেবী নাজনীন

Home Page » বিনোদন » বাসায় ফিরে আইসোলেশনে বেবী নাজনীন
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০



 ---

১৫ দিন পরে বাসায় ফিরলেন সংগীতশিল্পী বেবী নাজনীন। পুরোপুরি সুস্থতার জন্য তাঁকে আরও ১৪ দিন বাসায় আইসোলেশনে থাকতে হবে। পারিবারিক সূত্র জানিয়েছে, এই শিল্পী এখন আগের চেয়ে ভালো আছেন। গত ১৮ নভেম্বর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে তাঁর পজিটিভ শনাক্ত হয়। হাসপাতালে তিনি করোনা চিকিৎসা নিচ্ছিলেন।

আজ ৩ ডিসেম্বর সকালে বেবী নাজনীনের ভাই এনাম সরকার জানান, আজই তিনি জানতে পেরেছেন, বেবি নাজনীনকে চিকিৎসকদের পরামর্শে বাসায় নেওয়া হয়েছে। তবে তাঁকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। তিনি বলেন, ‘আপার করোনা শনাক্তের পরে তাঁর শারীরিক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন চিকিৎসকেরা। তাঁর কিডনিতে কিছু জটিলতা ছাড়া অন্য কোনো সমস্যা নেই। আপু এখন ভালো আছেন। করোনা টেস্টের ফলাফলও নেগেটিভ এসেছে। চিকিৎসকেরা বলেছেন, আপাকে আরও ১৪ দিন বাসাতেই আইসোলেশনে থাকতে হবে। আপার সঙ্গে কথা হয়েছে, এ সময়ে তিনি বাসায় বিশ্রামে থাকবেন।’

মাসের মাঝামাঝিতে খাওয়াদাওয়ায় অনিয়মের কারণে বেবী নাজনীন অসুস্থ হয়ে পড়েছিলেন বলে সে সময় জানিয়েছিলেন এনাম। তিনি বলেছিলেন, ‘আপার কিডনিতে কিছু সমস্যা আছে। সে জন্য তাঁকে খুব নিয়ম মেনে চলতে হয়। কিন্তু দেখা যায়, রাজনীতিতে জড়িত থাকায় আপাকে প্রায়ই দেশ-বিদেশে থাকা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ভার্চ্যুয়াল মিটিং নিয়ে ব্যস্ত থাকতে হয়। খাওয়াদাওয়ায় অনিয়ম হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন।’

সে সময় ১০৫ ডিগ্রি জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দিলে বেবী নাজনীনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে এই শিল্পীর পাশে ছিলেন তাঁর ছেলে মহারাজা অমিতাভ এবং বোন রিনি সাবরিন।

বেবী নাজনীন বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে থাকেন। ছেলে মহারাজা যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। এ ছাড়া গান গাওয়ার জন্য প্রায়ই বিভিন্ন দেশে যান বেবী নাজনীন। চলতি বছরের শুরুতেই তিনি যুক্তরাষ্ট্রে যান। গত মার্চ মাসে দেশে ফেরার কথা থাকলেও বিশ্বব্যাপী করোনা মহামারি সংক্রমণে তাঁর আর দেশে ফেরা হয়নি। এই সংগীতশিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ‘এলোমেলো বাতাসে’, ‘রংধনু থেকে’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘দুচোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল’, ‘ও বন্ধু তুমি কই’—এমন অনেক জনপ্রিয় গানের মাধ্যমে সংগীতপ্রিয় মানুষের প্রিয় শিল্পী হয়ে ওঠেন তিনি

বাংলাদেশ সময়: ১৯:১৮:০৭   ৫৬০ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ