মধ্যনগরে বসবাসরত খাস ভূমি বন্দোবস্ত চান প্রতিবন্ধী গোপেন্দ্র দাশ

Home Page » সারাদেশ » মধ্যনগরে বসবাসরত খাস ভূমি বন্দোবস্ত চান প্রতিবন্ধী গোপেন্দ্র দাশ
বুধবার, ২ ডিসেম্বর ২০২০



মধ্যনগরে বসবাসরত খাস ভূমি বন্দোবস্ত চান প্রতিবন্ধী গোপেন্দ্র দাশস্টাফ রিপোর্টার,বঙ্গ-নিউজঃসুনামগঞ্জের  মধ্যনগর থানার  মধ্যনগর সদর ইউনিয়নের বৈঠাখালী নতুন পাড়া গ্রামের গৌরাঙ্গ দাশের ছেলে প্রতিবন্ধী গোপেন্দ্র দাশের (৬৩) দখলে থাকা খাস ভূমির বন্দোবস্ত চায় সে।জানা যায়, ২৫ বছর যাবৎ বৈঠাখালী নতুন পাড়ায় গোপেন্দ্র দাশ ও তার ভাই নিজ খরচে সরকারি খাস ভূমিতে মাটি ভরাট করে ঘর বেঁধে বসবাস করে আসছে।তৎকালীন সময়ের মধ্যনগর ভূমি অফিসের এক কর্মকর্তা তাকে ঐ খাস ভূমিতে ঘর বেঁধে বসবাসের অনুমতি দেয়। সম্প্রতি   তার বাড়ি থেকে গাছ কেটে নিয়েছে ও মাথা গুজার শেষ সম্বল  এই ভূমিটি অন্যকাউকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত  নিয়েছে  উপজেলা প্রশাসন।

গোপেন্দ্র দাশ কান্নামিশ্রিত কণ্ঠে জানান,বিগত ৩৫ বছর আগে উঁচু গাছ থেকে পড়ে গিয়ে আমার বাম পা পঙ্গু হয়ে যায়। বিগত ৩৫ বছর যাবৎ একাকীত্ব জীবনে সিলেটের জাফলংয়ে পাথর সংগ্রহ করে আমার জীবিকা নির্বাহ করি।এই পর্যন্ত আমি কোনো সরকারী প্রতিবন্ধী ভাতাও পায়নি।সরকার যদি আমার মাথা গুজার শেষ সম্বলটুকু নিয়ে নেয় তাহলে অন্যকোনো কোথাও বসবাস করার মতো সামার্থ্য আমার নেই।  গত ২৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমার বসবারত সরকারি খাস ভূমিটি বন্দোবস্ত করে দেওয়ার জন্য আবেদন করেছি।

ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী এই প্রতিবন্ধী অসহায় গোপেন্দ্র দাশের জন্য  উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে মনে করি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব বলেন,শুনেছি গোপেন্দ্র দাস এখানে থাকেন না।আমাদের কাছে আবেদন  করে  থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১০:৩৯:৩১   ৭৩৫ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ