স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: পৃথিবীর কোনো জাতিই পরাধীনতা শেকলে আবদ্ধ থাকতে চায় না, বাঙালি জাতিও তা চায়নি। তাই তো অনেক ত্যাগ-তিতিক্ষা, আত্মত্যাগ আর নানা পটভূমির পর ১৯৭১ সালের ডিসেম্বর মাসে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় নতুন একটি দেশ বাংলাদেশ। মুক্তিকামী জনতার রক্ত ঝরানোর বীরত্বগাঁথা দিয়ে রচিত হয় আমাদের এ ভূখণ্ড। দীর্ঘ নয় মাস যে দিনটির স্বপ্নে বিভোর ছিল এ নিপীড়িত-নির্যাতিত স্বাধীনচেতা মানুষ, সেই স্বপ্ন বিজয়ের লাল সূর্য দেখেছে এই ডিসেম্বরেই। শুরু হয়েছে আমাদের বিজয়ের মাস ডিসেম্বর। আজ ১ ডিসেম্বর। আমাদের গৌরবের মাস। বিজয়ের মাস। বাঙ্গালী জাতির বীরত্বগাঁথার মাস। কত আত্মত্যাগের বিণিময়ে হানাদার মুক্ত একটি স্বাধীন সার্বভৌম দেশ অর্জনের মাস।
মহান বিজয়ের মাসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে মোমবাতি প্রজ্জ্বলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ।
মঙ্গলবার প্রথম প্রহরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজাল বাবুর নেতৃত্বে সংগঠনটির প্রায় শতাধিক নেতাকর্মী পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা।
শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন শেষে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ধানমন্ডি-৩২ নম্বরস্থ জাতির পিতার বাসভবনের উদ্দেশ্যে আলোর মিছিল করে। সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কর্মসূচি শেষ করে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, বঙ্গবন্ধুর বাংলায় স্বাধীনতাবিরোধী এবং ষড়যন্ত্রকারীদের কোনো ঠাঁই হবে না। এই বিজয়ের মাসে আমরা মুক্তিযুদ্ধের এই বিরোধী শক্তি প্রতিহত করব। তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরবে স্বেচ্ছাসেবক লীগ।
১৯৭১ সালের এই মাসেই নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ৯৩ হাজার দখলদার সেনা নিয়ে আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী। অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। বিজয় মানে যেমন আনন্দ তেমনি বেদনারও। ডিসেম্বরে পুরো জাতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বাঙালির সেই সূর্য সন্তানদের, যাদের আত্মত্যাগে আজ আমরা একটি স্বাধীন দেশে বাস করি। যাদের রক্তের বদলে আমরা একটি দেশ পেয়েছি।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের এই ডিসেম্বরেই আমরা পেয়েছিলাম স্বপ্নের বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছরের শোষণ আর অত্যাচারের বিরুদ্ধে জয় হয় বাঙালির। ত্রিশ লক্ষ শহীদ আর লাখ-লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় বাংলার স্বাধীনাতা।
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিবছর ডিসেম্বর আসে আমাদের বিজয়ের মহান তাৎপর্য নিয়ে। সমগ্রজাতি অশ্রুসজল নয়নে শহীদদের স্মরণ করবে। এখনো আমাদের আলোর বাতিঘর মুক্তিযুদ্ধ-স্বাধীনতা। মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ৯:৩৩:৪৩ ৭২১ বার পঠিত #গৌরবের মাস #বিজয়ের মাস #বীরত্বগাঁথার মাস #মুক্তির মাস