“পৃথিবী”- তানজীনা ফেরদৌস

Home Page » সাহিত্য » “পৃথিবী”- তানজীনা ফেরদৌস
বুধবার, ২ ডিসেম্বর ২০২০



 

ফাইল ছবি-তানজীনা ফেরদৌস

“পৃথিবী”

 তানজীনা ফেরদৌস

   

আমার ও একটা অনেক বড় পৃথিবী ছিল।

যে পৃথিবীতে সবকিছু ছিল,বন্ধু ছিল, পরিবার ছিল,আত্নীয়স্বজন ছিল,পৃথিবীর সব স্বাদ ছিল।

সেই পৃথিবীর একনিষ্ঠ আধিপত্য ছিল একান্তই আমার নিজের। যারা ভীষণ ঘরকুনো থাকতো,মনোযোগ দিয়ে একটা কাজ ই করতো,আমি তাদের দেখে হাসতাম।

ভাবতাম,একটা জীবনে এক পৃথিবীর সকল উচ্ছ্বাস, সকল ছন্দ, পৃথিবীর সব প্রতিধ্বনি শুধুই নিজের জন্য না,সবাইকে নিয়ে সবকিছু নিয়েই একটা পৃথিবী হতে হয়।

কিন্তু আশ্চর্য কি জানো?

একটা সময় আমার এই এত্তবড় পৃথিবীতে তোমার আগমন হলো,আমার প্রতি তোমার আগ্রহ,আমার প্রতি তোমার মুগ্ধতা, তোমার কাছে আমার গুরুত্ব।

সবকিছু মিলিয়ে আমার মনে হতে শুরু হলো,আমি তোমার কাছে এত্ত বেশি মূল্যবান যা এই পৃথিবীতে আর কারো কাছেই আমি তা নই।

বিশ্বাস করো!

শুধু এটা বিশ্বাস করেই, আমি পৃথিবী ভুলেছিলাম। আমার সেই বৃহৎ পৃথিবীটাকে আমি ক্রমেই ছোট করতে করতে একেবারেই শুধু তুমি ময় একটা পৃথিবীতে নিজেকে আবদ্ধ করলাম।

আমার এই পৃথিবীটা হঠাৎ ই তোমার হয়ে গেলো, আমি অকাতরে নিজের সকল অনুভূতি দিয়ে,তোমাকে এই পৃথিবীর সম্রাজ্যের বাদশাহ বানালাম।

নিজের অজান্তেই কবে আমার পৃথিবীর একনিষ্ঠ আধিপত্য বিরাজ করতে শুরু করলে তুমি,আমি শুধু তোমাতে আবদ্ধ হয়ে গেলাম,তোমাকেই আমার পৃথিবীর বাদশা মেনে নিলাম।

ভেবেছিলাম এ ভাবেই চলবে অনন্ত কাল,আমৃত্যু আমি আমার বাদশাহর একনিষ্ঠ ভক্ত হয়ে এ জীবন কাঁটিয়ে দেব..

কিন্তু তুমি যখন আমার সম্রাজ্য পেলে,আমাকে পেলে তোমার মন আরও চাই চাই করতে থাকলো,একটা সময় আমার অবস্থান টা খুব ক্ষীণ হতে থাকলো তোমার কাছে।

আমার প্রতি তোমার মুগ্ধতা হারিয়ে যেতে থাকলো,আমার গুরুত্ব কমতে কমতে একেবারেই উবে গেল,আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতে তোমার আকুলতা বেড়ে গেলো।

কিন্তু হাস্যকর কি জানো?আমি তোমার জন্যই একদিন এক পৃথিবী ছেড়েছিলাম,হাজার সঙ্গ,হাজার আত্মীয়তা হাজারও বন্ধন ছেড়েছিলাম।

আমি তোমাতে ধ্যান করতে করতে,তোমার প্রতি আসক্ত হয়ে গিয়েছিলাম। আর এটাই ছিল তোমার অস্ত্র। তাই সুযোগ বুঝে আমাকে উপেক্ষা করতে শুরু করলে।

কিন্তু তুমি বোঝোনি,আমি তো পৃথিবী সাজানোর যোগ্য ছিলাম,তোমাতে মগ্ন হয়ে পৃথিবী ভুলে তোমায় সাজাতাম।

আবার না হয় তোমার উপেক্ষা কে নিরস্ত্র করে,ধূলিকণা একত্রিত করতে,তুমি ময় পৃথিবী থেকে মুক্তি নিলাম।

 

বাংলাদেশ সময়: ১২:৩০:৪৭   ৭৮৩ বার পঠিত   #  #




সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ