গাঁজাসহ বলিউডচভ তারকা ভারতি সিং গ্রেপ্তার

Home Page » বিনোদন » গাঁজাসহ বলিউডচভ তারকা ভারতি সিং গ্রেপ্তার
শনিবার, ২১ নভেম্বর ২০২০



আইভি হোসেন বঙ্গনিউজঃবলিউডের পরিচিত কৌতুক অভিনেত্রী ভারতী সিংকে গ্রেপ্তার করেছেন মুম্বাইয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্যরা। শনিবার বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়েছে এই কৌতুক অভিনেত্রীকে। ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’, ‘এনডিটিভি’ খবরটি নিশ্চিত করেছে। এসব সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণ সূত্রে জানা গেছে, শনিবার মুম্বাইয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর অফিসে দীর্ঘ সময় ধরে ভারতী ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে জেরা করেন গোয়েন্দারা। দুজনেই গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন। তাঁদের বাড়ি থেকে ৮৬ দশমিক ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গোপন সূত্রের খবর পেয়েই ভারতী সিংয়ের আন্ধেরিতে লোখান্ডাওয়া কমপ্লেক্সের ফ্ল্যাটে তল্লাশি চালায় এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে একটি দল। ভারতী সিংয়ের বাড়ি ছাড়াও শহরের আরও তিনটি জায়গায় অভিযান চালানো হয়। ভারতী ও হর্ষের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ মাদক। এদিন তল্লাশি শেষে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর আঞ্চলিক অফিসে নিয়ে যাওয়া হয়।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে একের পর এক তারকার মাদক কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। সেই যোগসূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যেতে তালিকায় নতুন সংযোজন ভারতী এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। এর আগে মাদকসংক্রান্ত ব্যাপারে অর্জুন রামপালের নামও জড়িয়েছে।

এদিন তল্লাশি শেষে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর আঞ্চলিক অফিসে নিয়ে যাওয়া হয়।
এই বলিউড অভিনেতার মুম্বাইয়ের বাড়িতে হানাও দিয়েছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) গোয়েন্দারা। এরপর অর্জুন ও তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েল দিমেত্রিয়াদেসকেও তলব করেছিল এনসিবি। সেখানে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। এই ব্যাপারে গ্রেপ্তার করা হয় অর্জুনের বন্ধু পল বার্টেলকেও। এনসিবি কর্মকর্তাদের সমনের ভিত্তিতে দক্ষিণ মুম্বাইয়ের এনসিবির অফিসে হাজিরা দিতে হয়েছিল প্রেমিকাসহ অর্জুন রামপালকে। অর্জুনের বাড়িতে তল্লাশি চালানোর পর গ্রেপ্তার করা হয়েছে এই অভিনেতার গাড়িচালককেও। বাজেয়াপ্ত করা হয়েছে অর্জুনের ব্যক্তিগত মুঠোফোনসহ বাড়ির যাবতীয় গ্যাজেটস।

এর আগে মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিকসহ ১৮ জনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

শর্ত সাপেক্ষে জামিনে রিয়া মুক্তি পেলেও তাঁর ভাই এখনো বিচার বিভাগীয় হেফাজতে। মাদক কেলেঙ্কারির তদন্তে ইতিমধ্যে দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, শ্রদ্ধা কাপুর ও রাকুলপ্রীত সিংকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা।

শনিবার ভারতীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বলিউডের মাদকসংক্রান্ত মামলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ‘দ্য কপিল শর্মা শো’তে একটি কমেডি চরিত্রে অভিনয় করেন ভারতী। ২০১৭ সালের ৩ ডিসেম্বর ভারতী সিংয়ের সঙ্গে চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়ার বিয়ে হয়। টেলিভিশনে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নাচ বালিয়ে ৮’-এ জুটি বেঁধেছিলেন ভারতী ও তাঁর স্বামী হর্ষ। নিজেদের নাচ আর রসায়ন দিয়ে ক্রমেই তাঁরা বিচারকদের মনে জায়গা করে নেন। যদিও প্রতিযোগিতার শেষ পর্যন্ত যেতে পারেননি তাঁরা। বয়সে হর্ষ ভারতীর থেকে পাঁচ বছরের ছোট হলেও তাঁদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। এখন ভারতী সিং ব্যস্ত রিয়ালিটি শো ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’-এর সঞ্চালনা নিয়ে। এরপর তিনি ব্যস্ত হবেন ‘খাতরো কি খিলাড়ি’ আর কপিল শর্মার শো নিয়ে। কমেডি মঞ্চে তো বটেই, ঝলক দিখলা যা, নাচ বালিয়ে ও অন্যান্য টিভি শোতেও দেখা গেছে ভারতীকে। ভারতীয় টেলিভিশনে ভারতী মুখ বেশ জনপ্রিয়।

বাংলাদেশ সময়: ২২:২৬:৩৫   ৫৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ