সম্পর্কোন্নয়নের চেষ্টায় তুরস্ক ও সৌদি আরব

Home Page » বিশ্ব » সম্পর্কোন্নয়নের চেষ্টায় তুরস্ক ও সৌদি আরব
শনিবার, ২১ নভেম্বর ২০২০



আইভি বঙ্গ-নিউজঃসম্পর্কোন্নয়নের চেষ্টা চলছে সৌদি আরব ও তুরস্কের মধ্যে। বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যার পর দুই দেশের মধ্যে শীতলতা নেমে এসেছিল। সম্প্রতি দুই দেশের শীতল সম্পর্কে ফের গতি আনার উদ্দেশ্যে সৌদি বাদশাহ ফয়সাল ও তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়িপ এরদোয়ান পরস্পরের সঙ্গে টেলিফোনে কথা বলেন। খবর আল জাজিরার।

রিয়াদে অনুষ্ঠেয় শনি ও রোববার দু‘দিনব্যাপী জি-২০ সম্মেলনের প্রাক্কালে দুই নেতার মধ্যেকার আলাপে দুই দেশের মধ্যে বিদ্যমান টানাপোড়েন কী করে দূর করা যায়, সে ব্যাপারে পথ খুঁজে বের করার বিষয়টা গুরুত্ব পায়। শুক্রবার এই বিষয়ে আলাপ করার ইঙ্গিত দেয়া হয়েছিল দু‘দেশের পক্ষ থেকে। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছিল, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের উদ্দেশ্যে দুই দেশই উন্মুক্ত আলোচনার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে। চলমান টানাপোড়েন মীমাংসার লক্ষ্যে দুই দেশই পদক্ষেপ নিতে উৎসুক।সৌদি আরব ও তুরস্কের মধ্যে বর্তমানে বেশ কিছু ব্যাপারে মতবিরোধ চলছে।এর মধ্যে রয়েছে লিবিয়া ও সিরিয়ার গৃহযুদ্ধে দুই দেশের অনুসৃত পরস্পর বিরোধী নীতি। তবে দুই দেশের মতবিরোধ তুঙ্গে ওঠে ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডকে ঘিরে।ওই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১০:৪৯   ৫৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ