করোনায় আক্রান্ত ট্রাম্পের বড় ছেলে

Home Page » বিশ্ব » করোনায় আক্রান্ত ট্রাম্পের বড় ছেলে
শনিবার, ২১ নভেম্বর ২০২০



ফাইল ফটো

কাজী মুহাম্মদ মোনায়েম, প্রতিবেদকঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও বিবিসি। উপসর্গবিহীন অবস্থায় নমুনা পরীক্ষা করিয়ে কোভিড-১৯ পজিটিভ এসেছে ট্রাম্প জুনিয়রের।
করোনা পজিটিভ হওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুরোপুরি কোয়ারেন্টিন পালন করছেন ডোনাল্ড জুনিয়র। বাবা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারে ব্যাপক সক্রিয় ভূমিকা নিয়েছিলেন ডোনাল্ড জুনিয়র।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প (১৪) গত মাসে করোনায় আক্রান্ত হয়। পরে সে সুস্থ হয়ে ওঠে।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গী ও Fox News এর সাবেক উপস্থাপিকা কিম্বার্লি গিলফয়েলও গত জুলাইতে করোনায় আক্রান্ত হন। পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। সেসময় তিনি অবশ্য ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সংস্পর্শে আসেননি।

অন্যদিকে, গতকাল শুক্রবার সকালে নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলিয়ানির ছেলে ও ট্রাম্পের বিশেষ সহকারী অ্যান্ড্রু গিলিয়ানি।

এদিকে, ডোনাল্ড জুনিয়র ছাড়াও সম্প্রতি হোয়াইট হাউসের আরো চারজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এ মাসের শুরুতে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোজসহ আরো কয়েকজন করোনায় আক্রান্ত হন।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেসময় ট্রাম্পসহ তাঁর উপদেষ্টা ও হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই করোনায় আক্রান্ত হন।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:৩২   ৬২৫ বার পঠিত   #  #  #




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ