ভাঙ্গায় নাম পরিবর্তণ করা সেই মসজিদের মোতওয়াল্লীকে কুপিয়ে জখম

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় নাম পরিবর্তণ করা সেই মসজিদের মোতওয়াল্লীকে কুপিয়ে জখম
শুক্রবার, ২০ নভেম্বর ২০২০



মোতওয়াল্লী লোকমান হোসেন মাতুব্বর
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় “পশ্চিম সদরদী জামে মসজিদ” এর মোতওয়াল্লী লোকমান হোসেন মাতুব্বরকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের সময়ে পৌর সদরের রায়পাড়া এলাকায় বিশ থেকে পচিশ জনের সংঘবদ্ধ একটি দল লোকমান হোসেন মাতুব্বর, মোঃ মিজানুর রহমান, মোমিন কাজী ও শিরি বেগমের উপর হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ পৌছে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
স্থানীয় ও মুসল্লী সুত্রে জানা যায়, জুম্মার নামাজের জন্য মসজিদে ছিলেন মুসল্লীরা। খুৎবা পাঠের সময়ে শহিদুল কাজী ও লিয়াকত কাজীর নেতৃত্বে বিশ থেকে পচিশ জনের সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মসজিদের মোতওয়াল্লী লোকমান হোসেন মাতুব্বর গুরুতর আহত ও তার ছেলে মোঃ মিজানুর রহমান, মোমিন কাজী, শিরি বেগম আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা মেডিকেলে প্রথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়।
উল্লেখ্য, লোকমান হোসেন মাতুব্বর মসজিদের জমিটি ১৯৯৫ সালে ওয়াকফ করেছিলেন। গত ১৬ অক্টোবর রায়পাড়া এলাকায় ওই মসজিদের মুসল্লি ও এলাকাবাসীরা লোকমান হোসেন মাতুব্বরের বিরুদ্ধে মসজিদের নাম ও স্থান পরিবর্তন করেছে উল্লেখ করে একটি মানববন্ধন করেন। পরে ওয়াকফ প্রশাসকের নির্দেশ মোতাবেক গত ১০ নভেম্বর “কাজীপাড়া জামে মসজিদ” এর নাম পরিবর্তণ করে “পশ্চিম সদরদী জামে মসজিদ” নাম বহাল ও লোকমান হোসেন মাতুব্বরকে মসজিদের মোতওয়াল্লী নিযুক্ত করে যাবতীয় কার্যক্রমের দায়ীত্ব বুঝিয়ে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:২০:৩৫   ১২৬৩ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ