গৌরির বাড়িতে এক রাত থাকতে চাইলো শাহরুখ

Home Page » বিনোদন » গৌরির বাড়িতে এক রাত থাকতে চাইলো শাহরুখ
শুক্রবার, ২০ নভেম্বর ২০২০



---আইভি হোসেন,বঙ্গনিউজ ঃভালো আতিথেয়তার সংজ্ঞা কী? ভাবুন। ভেবে যে উত্তর মাথায় এল, সেটি পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায়। আপনার এই উত্তর যদি পছন্দ হয় শাহরুখ খান আর তাঁর স্ত্রী গৌরি খানের, তাহলেই কেল্লা ফতে। আপনি এক রাত থাকতে পারবেন এই দম্পতির সঙ্গে তাঁদের দিল্লির বাড়িতে।

শাহরুখ আর গৌরির প্রথম দেখা, প্রেম, দিল্লিতেই। দিল্লির ওই বাড়িতে জড়িয়ে আছে তাঁদের অনেক স্মৃতি। সে কথা মনে করিয়ে দিয়ে নতুন করে সাজানো বাড়িটির পাঁচটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে কিং খান লিখেছেন, ‘আমাদের দুজনেরই জীবনের প্রথম দিকের সমস্ত সোনালি স্মৃতি এই শহরে। এই বাড়ি তাই আমাদের হৃদয়ের একটি বিশেষ জায়গা দখল করে আছে। গৌরী বাড়িটি নতুন করে, স্মৃতি দিয়ে সাজিয়েছে। আপনিও থাকতে পারেন এই বাড়িতে, আমাদের সঙ্গে, আমাদের অতিথি হয়ে।’

ইনস্টাগ্রামে শাহরুখ ভক্তদের একটা ভার্চ্যুয়াল ট্যুরে এই বাড়ির প্রতিটি ঘর, কোনা ঘুরিয়ে দেখিয়েছেন। পঞ্চশীল পার্কের এই বাড়িতে এক রাতের জন্য থাকতে পারবেন দুজন অতিথি। এই কনটেস্টের আয়োজন করেছে এয়ার বিএনবি নামের একটি আমেরিকান বাড়ি ভাড়া দেওয়ার কোম্পানি।
এদিকে দুই বছরের দীর্ঘ বিরতি ভেঙে শাহরুখ আবারও অ্যাকশন–কাটের পরিবেশে হাজির। মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান সিনেমার শুটিং। ফিল্মফেয়ার সাময়িকীর একটি প্রতিবেদনে লেখা হয়েছে, মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে শুরু হয়েছে পাঠান ছবির শুটিং। শাহরুখকে সেটে পেয়ে সিনেমার পুরো দল যারপরনাই উচ্ছ্বসিত। তিনি প্রস্তুত হয়েই এসেছেন। পুরোদমে চলছে শুটিং।

ছবিতে শাহরুখের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। তিনি পারিশ্রমিক পাবেন ১৫ কোটি রুপি, যা বলিউডের বড় পর্দার কোনো নায়িকার জন্য রেকর্ড। অন্যদিকে খলনায়ক জন আব্রাহাম এই ছবির জন্য নেবেন ২০ কোটি রুপি কিংবা তার একটু বেশি। একটি অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

বাংলাদেশ সময়: ১২:১৭:৩৭   ৪৯৩ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ