চালু হলো রবির ওয়াই-ফাই সেবা

Home Page » প্রথমপাতা » চালু হলো রবির ওয়াই-ফাই সেবা
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৩



robi20130731230758.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের জন্য ওয়াই-ফাই সেবা চালু করল মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। গত ২৯ জুলাই থেকে তারা এ ওয়াই-ফাই সেবা চালু করেছে।

আপাতত রাজধানীর বনানী ও ধানমন্ডিতে এ সেবা পাওয়া যাচ্ছে। শিগগিরই অন্যান্য এলাকার গ্রাহকরাও ওয়াই-ফাই সেবা নিতে পারবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানিয়েছে, রবির ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে উচ্চগতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এ সংযোগে গ্রাহকরা প্রতি সেকেন্ডে এক মেগাবাইট পর্যন্ত গতি পাবেন। এজন্য খরচও তুলনামূলক কম হবে।

ওয়াই-ফাই সেবা পাওয়ার জন্য গ্রাহকদের একটি এসএমএস করতে হবে ফিরতি এসএমএস-এ তারা ইউজার নেম ও পাসওয়ার্ড পেয়ে যাবেন। এরপর রবি ওয়াই ফাই পোর্টালে লগ ইন করলেই এ সুবিধা উপভোগ করা যাবে। রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, আমরা তরুণদের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করি। তরুণরা সবসময় বৈচিত্র্যময় ও ভিন্ন ধরনের সেবা গ্রহণ করতে চায়। আমরা তাদের সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ইন্টারনেটসেবা দেয়ার জন্য এটি চালু করেছি।

রবি গ্রাহকরা ল্যাপটপ, মোবাইল ফোন ও ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ই-মেইলিং, মেসেজিং, ব্রাউজিং, সোশ্যাল নেটওয়ার্কিংসহ বিভিন্ন ধরনের সেবা উপভোগ করা যাবে।

সাশ্রয়ী দামে গ্রাহকরা এ সেবা নিতে পারবেন। সর্বনিম্ন ১০ টাকা থেকে ৬০০ টাকায় ২০ মেগাবাইট থেকে ৪ গিগাবাইট পর্যন্ত ইন্টারনেট ডাটা পাওয়া যাবে।

ওয়াই-ফাই সেবা প্রদানের জন্য রবি গত ২০ জুন আইটি কানেক্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করে।

বাংলাদেশ সময়: ১১:১৭:১৮   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ