স্বপ্নপূরণ রাকুলের

Home Page » বিনোদন » স্বপ্নপূরণ রাকুলের
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০



--- বেশ কিছুদিন ধরে এক দুঃস্বপ্ন তাড়া করছিল বলিউড তারকা রাকুল প্রীত সিংকে। বলিউডে মাদককাণ্ডে তাঁর নাম উঠে এসেছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর বাঘা বাঘা কর্তাদের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। এমনকি তাঁর বাসায় গিয়েও তল্লাশি চালিয়েছিল এনসিবি। তবে সবকিছু ঝেরে ফেলে আবার দারুণ এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রাকুল। বলা যায়, তাঁর এক দীর্ঘদিনের স্বপ্ন এবার পূরণের পথে।

বেশ কিছুদিন ধরে বিটাউন সরগরম ‘মেডে’ ছবিটিকে ঘিরে। কারণ, এই ছবির মাধ্যমে দীর্ঘ ১৩ বছর পর অজয় দেবগন আর অমিতাভ বচ্চন একসঙ্গে পর্দায় আসছেন। এখানেই শেষ নয়। এই ছবির সঙ্গে আরও চমক জড়িয়ে আছে। ‘মেডে’ ছবিটির প্রযোজক অজয় দেবগন ফিল্মস। আর এই ছবির পরিচালনাও করছেন অজয়। অজয় পরিচালিত ছবিতে অমিতাভকে প্রথম অভিনয় করতে দেখা যাবে। থ্রিলারধর্মী এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন রাকুল প্রীত সিং।

এর আগে ‘দে দে প্যায়ার দে’ ছবিতে রাকুলকে অজয়ের সঙ্গে পর্দায় দেখা গেছে। এবার আবারও তাঁদের একত্রে দেখা যাবে পর্দায়। অজয়ের সঙ্গে আবার পর্দায় আসতে পারবেন ভেবে দারুণ উচ্ছ্বসিত এই বলিউড তারকা। তবে ‘মেডে’ ছবির মাধ্যমে রাকুলের একটি স্বপ্নও পূরণ হতে যাচ্ছে। এই স্বপ্ন তাঁর মনের কোণে দীর্ঘদিন বাসা বেঁধে ছিল। এ নিয়ে রাকুল বলেন, ‘আমি অজয় স্যারের সঙ্গে আগে কাজ করেছি। আবার তাঁর সঙ্গে পর্দায় আসব ভেবে উৎফুল্ল। তবে এবার তিনি শুধু আমার সহশিল্পীই নন, তাঁর পরিচালনায় কাজ করব।

‘মেডে’ ছবিতে রাকুলকে দেখা যাবে একজন বিমানচালকের চরিত্রে। অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথমবার পর্দায় আসা নিয়ে উচ্ছ্বসিত এই বলিউড নায়িকা। অমিতাভ বচ্চন প্রসঙ্গে রাকুল বললেন, ‘আমি যখন সিদ্ধান্ত নিই যে আমি অভিনেত্রী হব, তখন থেকেই আমার মনের কোণে এক স্বপ্ন ছিল যে অমিতাভ বচ্চনের সঙ্গে একই ছবিতে কাজ করব। আজ এই ছবির মাধ্যমে আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তাই আমি অত্যন্ত খুশি।’
ডিসেম্বরের মাঝামাঝি ‘মেডে’ ছবির শুটিং শুরু হবে। এ জন্য তিনি পাড়ি জমাবেন হায়দরাবাদ।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:৪১   ৬৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ