স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: গতকাল ছিল ১লা অগ্রহায়ণ .। সামাজিক গণমাধ্যমের ফেইসবুক গ্রুপ রঙ-লেপার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবান্ন উৎসব উদযাপিত হলো। করোনার মহামারির সময়ে গ্রুপের সদস্যদের সম্মলিত প্রয়াসে আয়োজন করা লাইভ অনুষ্ঠান “রঙ-লেপার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবান্ন উদযাপন” লাইভ অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় গ্রুপের পেইজে। প্রোগামটি ছিল খুব জাঁকজমক পূর্ণ ও আকর্ষনীয়। বহু দর্শক এই লাইভ অনুষ্ঠান উপভোগ করেন। এখন থেকে প্রতি বছরই এই অনুষ্ঠান পালেনের প্রত্যয়ও ব্যাক্ত করা হয়।
একজন লেখক জালাল উদ্দীন মাহমুদের লেখা একটি “বই রঙ্গে ভরা আমার ব্যাকিং জীবন” । এই বইটি মুদ্রিত আকারে বাাজারে আসলে মুহূর্তেই বিক্রী হয়ে যায় সকল বই। পাঠক চাহিদার প্রেক্ষিতে লেখককে কয়েক মাসের ব্যাবধানে কয়েকবার পূনর্মুদ্রণ করতে হয় বইটি। বলা যায় লেখক পাঠক সৃষ্টিতে বেশ সক্ষম হয়েছেন।
বইটির প্রতি আকৃষ্ট হয়ে একদল তরুণ পাঠক নিজস্ব উদ্যোগে গড়ে তোলেন একটি পাঠক ফোরাম। নাম দেওয়া ” রঙ্গে ভরা লেখক-পাঠক (রঙ লেপা ফোরাম। আশ্চর্য জনক ভাবে বেড়ে চলে এর সদস্য সংখ্যা। দেশের গন্ডি পেরিয়ে বেশ কয়েকটি গ্রুপ ও ব্যাক্তি যুক্ত হয়েছেন ইতিমধ্যেই।
বইটি প্রথম শুধু ফেইসবুকেই ধারাবাহিক ভাবে প্রচারিত হতে থাকে। পরে দেখা যায় ফেসবুকের অগণিত পাঠকের দাবি আসতে থাকে বই আকারে প্রকাশ করার জন্য।
বঙ্গ-নিউজ অনলাইন পেপারেও ধারাবাহিক ভাবে প্রতিটি পর্ব প্রচারিত হতে থাকে। তখনই পাঠকে আগ্রহ লক্ষ্য করা গিয়ে ছিল ।
প্রোগ্রামের বিশেষ অতিথি ছিলেন এস এম নুরুল আহসান এন্ড্রু . বিশেষ অতিথি:আখতারুজ্জামান মন্ডল ‚তাসমিনা জেবিন ও লেখক জালাল উদদীন মাহমুদ.। প্রোগ্রামের শুরু ও শেষ হয় রঙ-লেপা থিম সং দিয়ে । অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন জহিরুল ইসলাম । রঙ-লেপার প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত এ বি এম খালেকুজ্জামান সহ আরও যারা করোনায় মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করন অগ্রণী ব্যাংকের অফিসার সমিতির বর্তমান সভাপতি নাজমুল হুদা রবিন। শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন সাজ্জাদ খান.।
রঙ-লেপা প্রতিবেদন উপস্থাপন করেন ফোরামের সাধারণ সম্মাদক তাসমিনা জেবিন ফ্লোরা । অপেক্ষমান ও ফেসবুকে ধারাবাহিক ভাবে প্রকাশিত ৩য় খন্ডের পাতা থেকেও আলোচনা করা হয়। -লেখক জালাল উদ্দিন মাহমুদ, রঙে-ভরা ব্যাংকিং জীবন যে বই কে কেন্দ্র করে শুরু হওয়া এই গ্রুপ যাত্রা শুরু হওয়া গ্রন্থালোচনা, এর কার্যক্রমে এবং ভবিষ্যৎ পরিকল্পনা,নিয়ে আলোচনা করেন : নাজমুল হুদা রবিন।
আবৃত্তি: মীর্জা বাসেদ ‚নাজমুল হুদা রবিন,আক্তারুজ্জামান মন্ডল,রঙ-লেপার গঠন,ভবিষ্যৎ পরিকল্পনা, এবং নবান্ন নিয়ে আলোচনা করেন তাসমিনা জেবিন( ফ্লোরা),। গান: পরিবেশন করেন : নাবিলা তাবাসসুম ফাতেমা .মইদুল ইসলাম ও জুমানা জেরিন। .রঙ-লেপার গঠন,ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুল্যবান পরিকল্পনা তুলে ধরেন আক্তারুজ্জামান মন্ডল (প্রথম সহ-সভাপতি, রঙ-লেপা)।
একে একে অনুভূতি সুচক বক্তব্য প্রদান করেন জাকির হোসের জুয়েল (ময়মনসিংহ), মঈন উদ্দিন নোমান (সিলেট) , রাতুল হোসেন আদিল (সিলেট) জোহরা পারভীন . অগ্রণী ব্যাংক আইটি ডিভিশন। লেখকের সাথে কাটানো দিনগুলি ও.লেখক-পাঠক সৃষ্টিতে রঙ লেপার ভূমিকা নিয়ে আলোচনা করেন -মেজর আলমগীর । বই পড়তে উদ্বুদ্ধকরন পদ্ধতি নিয়ে বলেন –চৈতী পরিশেষে প্রধান অতিথি/ প্রধান উপদেষ্টার বক্তব্য. সভাপতির বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
বাংলাদেশ সময়: ২১:২০:৩৫ ৬৭৭ বার পঠিত