ভ্যাকসিন বাজারজাতের সঙ্গে সঙ্গেই আনা হবে: জাহিদ মালেক

Home Page » জাতীয় » ভ্যাকসিন বাজারজাতের সঙ্গে সঙ্গেই আনা হবে: জাহিদ মালেক
রবিবার, ১৫ নভেম্বর ২০২০



মাননীয় মন্ত্রী জাহেদ মালেক

স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: উৎপাদনকারী প্রতিষ্ঠান নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন বাজারজাতের অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই সেটি দেশে আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  শনিবার মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ শনাক্তকারী আরটি পিসিআর ল্যাব উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে সরকার অক্সফোর্ডের সঙ্গে চুক্তি করেছে। বিশ্বের সবচেয়ে ভালো ভ্যাকসিন উৎপাদনকারী ইন্ডিয়া থেকে আমাদের দেশের জন্য টিকা নেওয়া হবে। তারা যখনই ভ্যাকসিন উৎপাদন ও বাজারজাতের অনুমোদন পাবে, সঙ্গে সঙ্গে সেটি আমাদের দেশে আনা হবে। তারপর পর্যায়ক্রমে দেশের সবাইকে সেটি দেওয়া হবে।

তিনি আরো বলেন, করোনার সংক্রমণে বিশ্বের প্রতিটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব দেশে সংক্রমণের হার বেশি ছিল, সেসব দেশে নেমে এসেছে অর্থনৈতিক বিপর্যয়। এতে সামাজিক অস্থিরতা, দরিদ্রতা ও বেকার সমস্যা বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় আমাদের দেশের অবস্থা অনেক ভালো রয়েছে। আমরা অর্থনৈতিকভাবে ঋণাত্মক অবস্থায় যেতে চাই না। যেমনটা ভারতে হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য যুক্তরাষ্ট্রে যে ওষুধ ব্যবহার করা হচ্ছে, বাংলাদেশের রোগীরাও একই ওষুধ পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টকে দেওয়া ওষুধ বাংলাদেশের রোগীদেরও দেওয়া হচ্ছে।

প্রতীকি ছবি

বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদেরও প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে ধারণা ছিল না জানিয়ে তিনি আরো বলেন, করোনা আক্রান্ত রোগীদের কী চিকিৎসা দিতে হবে তা কোনো দেশেরই জানা ছিল না। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এমনকি আক্রান্তদের শনাক্তে ছিলো না উন্নতমানের ল্যাবও। কিন্তু এখন আমাদের দেশের অনেকগুলো আরটি পিসিআর ল্যাব রয়েছে। যেখানে সম্ভাব্য রোগীদের করোনা শনাক্ত করা হচ্ছে।

বর্তমানে দেশে সরকারি-বেসরকারি মিলে মোট ১১৫টি আরটি পিসিআর ল্যাব রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, রোগীদের করোনাভাইরাস শনাক্তে দেশের প্রতিটি জেলায় একটি করে আরটি পিসিআর ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি রোগীদের উন্নত চিকিৎসা দিতে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩১:০২   ৫০৯ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ