যৌন নির্যাতনের অভিযোগে আওয়ামীলীগ নেতা মুরাদ সাময়িক বহিষ্কার

Home Page » সারাদেশ » যৌন নির্যাতনের অভিযোগে আওয়ামীলীগ নেতা মুরাদ সাময়িক বহিষ্কার
রবিবার, ১৫ নভেম্বর ২০২০



---ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃযৌন নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদকে অস্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের উপস্থিতিতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, গত বুধবার ঢাকার ৯নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এক নারী ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ ও কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আলী খানের (আর্নিক) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন বলে বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচারিত হয়। এতে বলা হয়, শামীম আহমেদ মুরাদ ও রেজওয়ান আলী খান পরস্পর একই দলভুক্ত ও একজোট। অভিযোগকারী নারী স্বল্পশিক্ষিত বিধায় তিনি যোগ্যতা অনুযায়ী অফিস সহকারী হিসেবে কাজ করে আসছিলেন। বৈশ্বিক মহামারির কারণে এর আগের কাজে নিয়োগপ্রাপ্ত না হওয়ায় অর্থনৈতিক দৈন্যদশায় দিনযাপন করছিলেন। আগের কাজের সুবাদে ওই নারীর সঙ্গে শামীম আহমেদ মুরাদের পরিচয় হয়। গত ২৭ অক্টোবর ওই নারী চাকরির আশায় মুরাদের সাথে যোগাযোগ করেন। চাকরি দেওয়ার কথা বলে নারীকে আর্নিকের অফিসে সাক্ষাৎ করতে বলেন। গত ১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ওই নারী তাদের সাথে দেখা করতে গেলে তারা নারীর উপর যৌন নির্যাতন চালায়। সংবাদটি সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে ওই দুই নেতাকে নিয়ে সমালোচনার ঝড় উঠে। এ দিকে গত শুক্রবার বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি ও সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী কেন রেজওয়ান আলী খান (আর্নিক)কে অনৈতিক কাজের জন্য স্থায়ীভাবে বহিস্কার করা হবে না তা জানতে চেয়ে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এম.এইচ, এনামুল হক রাজুর স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। অপরদিকে অভিযুক্ত দুই নেতার শাস্তির দাবিতে একই দিনে ধর্মপাশায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন শামীমকে স্থায়ীভাবে বহিস্কার করা হবেনা মর্মে ৭ দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আযহারুল ইসলাম পুরকায়স্থ দিদার স্বাক্ষরিত একটি নোটিশও করা হয়েছে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শামীম আহমেদ মুরাদ। তিনি তার বিরুদ্ধে এমন অভিযোগ ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ৬:২০:১৫   ৭৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ