ধর্মপাশায় ইউএনও কাটালেন তিন লক্ষাধিক টাকা মূল্যের সরকারি গাছ

Home Page » সারাদেশ » ধর্মপাশায় ইউএনও কাটালেন তিন লক্ষাধিক টাকা মূল্যের সরকারি গাছ
রবিবার, ১৫ নভেম্বর ২০২০



ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় ইউএনওর নির্দেশে উপজেলা পরিষদ চত্বরে এলজিইডির ড্রেন নির্মাণের অজুহাতে নিয়ম নীতির তুয়াক্কা না করেই তিন লক্ষাধিক টাকা মূল্যের তিনটি সরকারি রেইনট্রি গাছ কেটে ফেলা হয়েছে।উপজেলা পরিষদ সংলগ্ন অফিসার্স কোয়ার্টারের পেছনে অবস্থিত ওই গাছগুলো গত কয়েকদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ৪/৫ জন শ্রমিক কাটার কাজে নিয়োজিত রয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত বিশালাকৃতির তিনটি গাছই পুরোপুরি কেটে ফেলা হয়েছে। বন বিভাগের অনুমতি ছাড়া সরকারি গাছ কাটার বিধান না থাকলেও উন্নয়নের স্বার্থেই তারা এমনটি করেছেন বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরে এলজিইডির অধীনে উপজেলা শহর (নন-মিউনিসিপল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ধর্মপাশায় এক কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ সপ্তাহদুয়েক ধরে চলমান রয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে পরিষদ চত্বর হয়ে খাদ্যগুদাম পর্যন্ত এ ড্রেন নির্মাণ কাজ করছে মধ্যনগরের সরকার এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। আর এ কাজ করতে গিয়ে উপজেলা অফিসার্স কোয়ার্টারের পেছনে থাকা তিনটি বড় রেইনট্রি গাছ কেটে ফেলেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলার সেলবরষ ইউনয়িনের খয়েরদিরচর গ্রামের আক্কাছ আলীর নেতৃত্বে ৪/৫ জন শ্রমিক গাছ কাটার কাজে নিয়োজিত রয়েছে। আক্কাছ আলীর সাথে কথা বলে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের গাছ কাটার কাজে নিয়োজিত করেছেন।

এদিকে নিয়ম মেনে গাছ কাটা হচ্ছে না জানিয়ে ধর্মপাশা উপজেলায় বন বিভাগের দায়িত্বে থাকা ফরেস্টার আনিসুর রহমান বলেন, ‘গাছ না কাটলে ড্রেন করা যাচ্ছে না, ড্রেনের স্বার্থেই গাছ কাটা হচ্ছে।’

উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খান বলেন, ‘কাজের স্বার্থে আগেই গাছ কাটা হচ্ছে, পরে তা বন বিভাগ নিলাম দিবে। পরিপত্র আছে উন্নয়নের স্বার্থে গাছ কাটা যায়।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, ‘পরিষদ চত্বরের গাছ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী উন্নয়নের স্বার্থে কাটা যায়। তবে পরবর্তীতে কাটা গাছগুলো বন বিভাগ দাম নির্ধারণ করে দিলে তা প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে।’

বাংলাদেশ সময়: ০:১৮:৩৯   ৫৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ