ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে সিলেটে মানববন্ধন

Home Page » প্রথমপাতা » ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে সিলেটে মানববন্ধন
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০



 ফাইল ছবিফাইল ছবি

আজ সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচির পালিত হয়। সিলেট বিভাগের এইচএসসি-২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ প্রত্যাশী সিলেট বিভাগের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ সময় শিক্ষার্থী আফজালুর রহমান জিসান এর সঞ্চালনায় বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ করে দেয়ার দাবি জানান।

এসময় তাহমিনা আক্তার মুন্নি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আজ আমরা এ শহীদ মিনারে দাঁড়িয়েছি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম। বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে একাধিকবার ভর্তি পরীক্ষার সুযোগ থাকলেও এ প্রাচীন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা হয়নি। আমরা আমাদের সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই।

তিনি বলেন, এইচএসসি শেষ করা দেশের প্রায় প্রতিটি শিক্ষার্থীর একটি স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। প্রথমবার কোনভাবে যদি সে স্বপ্ন ভেঙে যায় তাহলে এখানে আর দ্বিতীয়বার চেষ্টা করাও কোন সুযোগ নেই। এটা হতে পারে না। আজকের মানববন্ধনের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করতে চাচ্ছি।

আবু বকর সিদ্দিক নামে এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার ছিল না বিষয়টি এমন নয়। ২০১৪ সালের আগে এটি চালু ছিল। কিন্তু আমরা জানি না, কর্তৃপক্ষ কোন সুবিধার বিবেচনা করে এটি বন্ধ করে দিয়েছে। দেশের প্রায় অধিকাংশ শিক্ষার্থীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পড়ার স্বপ্ন থাকে। কর্তৃপক্ষকে অনুরোধ করবো আগের নিয়মে যেন তারা ফিরে যায়। আমদের স্বপ্ন বাস্তবায়নের আরেকবার যেন তারা সুযোগ করে দেয়।
এ সময় শিক্ষার্থী আখলাক হোসাইন বলেন ঢাবিতে ২য় বারের মত পরীক্ষার সুযোগ না দিয়ে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ রয়েছে কিন্তু ঢাবিতে কেন এ সুযোগ থাকবে না? তিনি এ বিষয়ে ঢাবি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন তাদের এ যৌক্তিক দাবি মেনে নিয়ে এ বছর থেকে যেন তাদের ভর্তি পরীক্ষার সুযোগ করে দেয়া হয়।এ দাবি আদায় না হলে আমরা বৃহদাকারে কর্মসূচি পালন করতে প্রস্তুত ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী মেহেদী হাসান জয়,আখলাক হোসাইন, তাহমিনা আক্তার মুন্নি,জেমি,জিসান,ইফতি,বক্কার,সানি,শারমিন আকতার মিম,ইশা,মুন্নী,আবুল হোসেন,কয়েসুর রহমান,মাজহারুল,জুমর তালুকদার,মুকুট,তরুন,আশিস,সামাদ,সাফি,ফরহাদ সহ আরো অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এদিকে এইচএসসি-২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবি জানিয়ে একটি গ্রুপ খুলেছেন। সেখানে তারা ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের যৌক্তিকতা তুলে ধরে মতামত জানাচ্ছেন।

গ্রুপের অ্যাডমিন ও সেকেন্ড টাইম প্রত্যাশীদের সমন্বয়ক এখতিয়ার আবেদ বলেন, একজন চাকরিপ্রার্থী যেখানে একাধিকবার তাদের স্বপ্ন ভঙ্গ হওয়ার পরেও আবার সুযোগ পান; সেখানে আমরা সবেমাত্র শুরু করেছি। ভর্তি পরীক্ষায় আমাদের প্রথমবার হয়তো বুঝতে ভুল হয়েছে। তাই বলে একবারেই সুযোগ বন্ধ করে দেওয়াটা অযৌক্তিক।সিলেট বিভাগের সমন্বয়ক আখলাক হোসাইন নামের শিক্ষার্থী বলেন,সেকেন্ড টাইমার সহ ভর্তি পরীক্ষা দিলে সু মেধাসম্পন্ন ছাত্র ছাত্রী নির্ণয় হবে।কারণ এতে অনেক প্রতিযোগিতার মাধ্যমে পরীক্ষা হবে।এতে আমাদের শিক্ষার মানদন্ড একধাপ এগিয়ে যেতে সাহায্যে করবে। এজন্য আমরা ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই।

বাংলাদেশ সময়: ০:২২:৫৪   ১০৮২ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ