ভাঙ্গায় শর্টগানের টেষ্ট ফায়ারিং, প্রকাশিত সংবাদ উদ্দেশ্য প্রণোদিত -ইউএনও

Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় শর্টগানের টেষ্ট ফায়ারিং, প্রকাশিত সংবাদ উদ্দেশ্য প্রণোদিত -ইউএনও
সোমবার, ১৯ অক্টোবর ২০২০



ইউএনও রকিবুর রহমান খান
ব্যুরো চিফ, ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গায় ইউএনও’র শর্টগান থেকে পানিতে চার রাউন্ড গুলি টেষ্ট ফায়ারিং করা হয়েছে। রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবন উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে টেষ্ট ফায়ারিং করা হয়। এ ঘটনায় বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদ উদ্দেশ্য প্রনোদিত বলে দাবী করেছেন ইউএনও রকিবুর রহমান খান।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় ও তৎসংলগ্ন এলাকায় রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারী করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সদ্য ইউএনও’র ক্রয়কৃত শর্টগান পরিক্ষা করতে রাতে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরের পানিতে ফাঁকা চার রাউন্ড গুলি চালান ইউএনও রকিবুর রহমান খান। অপরদিকে বিভিন্ন গণমাধ্যমে ইউএনও’র উপর অভিযোগ এনে সংবাদ প্রকাশিত হয়।
অভিযোগ ও গুলি চালানোর বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান বলেন, আমার বৈধ অস্ত্র থেকে টেষ্ট ফায়ারিং এর জন্য পানিতে চার রাউন্ড গুলি করি। পানিতে গুলির শব্দ এমনিতেও হয়না। বেশ কিছু পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে লেখালেখি করছে।
পত্রিকার বিষয়ে তিনি বলেন, তারা লিখেছেন সমগ্র উপজেলায় ১৪৪ ধারা জারী করা হয়েছে। সত্যিকার অর্থে, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়েছিল। তারা যে কাজ (লেখালেখি) করছে তা উদ্দেশ্য প্রণোদিত হয়ে করছে। আমাকে হেয়প্রতিপন্য ও ফায়দা লুটার উদ্দেশ্যে করছে।

বাংলাদেশ সময়: ২০:১১:০১   ৯৫২ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ