কলমাকান্দায় অগ্নিকাণ্ডে ৪২ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Home Page » সারাদেশ » কলমাকান্দায় অগ্নিকাণ্ডে ৪২ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০



আল-আমিন আহমেদ সালমান, বঙ্গ-নিউজঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বিশরপাশা বাজারে আগুনে পুড়ে    ৪ টি দোকান  ভস্মীভূত হয়েছে।  দোকান গুলোতে থাকা বিভিন্ন ধরনের পণ্য পুড়ে প্রায় ৪২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

বুধবার দিবাগত  রাত ১ টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে  অগ্নিকাণ্ডের  এই ঘটনা ঘটে  বলে স্থানীয়   প্রত্যক্ষদর্শীরা এই তথ্য জানান।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন উপজেলার কলমাকান্দা  সদর ইউনিয়নের  বিশরপাশা গ্রামের মৃত রামানন্দ্র সাহার ছেলে মুদি ব্যবসায়ী  রিপন সাহা (৩৮), মৃত জগবন্ধু সাহার ছেলে মিষ্টি ব্যবসায়ী  প্রাণতোষ সাহা (৪৫),  মৃত দেবল শীলের ছেলে সেলুন ব্যবসায়ী  অনিক শীল (১৭) ও নাগনীপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে কাপড় ব্যবসায়ী  আবুল কালাম(৩৮)।


ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রিপন সাহা বলেন,  আমার দোকানে থাকা বিভিন্ন ধরনের মুদি মালামাল,হার্ডওয়ারের জিনিসপত্র পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে এখন আমি নিঃশ্ব হয়ে গেছি।


আরেক ব্যবসায়ী আবুল কালাম বলেন, রাত দেড়টার দিকে আমি শুনতে পাই যে আমার দোকানে আগুন লেগেছে। তারাতারি বাড়ি থেকে  বাজারে এসে দেখি আমার দোকানে থাকা সেলাই মেশিন, কাপড়  ও বাকির খাতাসহ সব পুড়ে ছাই হয়ে গেছে।সেলুন ব্যবসায়ী অনিক শীল বলেন, আমার জীবিকার একমাত্র সম্বল ছিল  সেলুনটি। গত১ বছর আগে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি এই সেলুনে কাজ করে সংসার চালাতাম। এই সেলুনটি পুড়ে যাওয়ায়

আমার আর শেষ সম্বল বলতে কিছুই রইল না।কলমাকান্দা উপজেলা  ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দুই  ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।

।কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, বিশরপাশা বাজারে  অগ্নিকাণ্ডের  ঘটনায়  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। এবং তদন্ত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের  আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

ফাইল ছবি

বাংলাদেশ সময়: ১৭:১৩:১১   ৭২৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সারাদেশ’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ওসমানীনগরের অতিরিক্ত পুলিশ সুপার রফিক
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাস্তায় সমাবেশের অনুমতি দেয়া যাবে না বিএনপিকে : ডিএমপি কমিশনার
জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন ও অ্যানিমেশন শেখানো হবে :শিক্ষামন্ত্রী
দেশ বাঁচাতে নৌকায় ভোট দিন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১ মাস সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের
প্রকাশ হলো ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি , পদসংখ্যা ২৩০৯
সোহরাওয়ার্দীতে যে ২৬ শর্তে বিএনপিকে সমাবেশের অনুমতি প্রদান

আর্কাইভ