আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ

Home Page » আজকের সকল পত্রিকা » আজ মধ্যরাত থেকে ইলিশ ধরা বন্ধ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০



ইলিশ মাছ

বঙ্গনিউজঃ উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এ অনুযায়ী আজ মঙ্গলবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রতি বছরের মতো এ বছরও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ নিয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর ও এ সময়ে জেলেদের সহায়তা দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ২২ দিন গভীর সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনী ও সমুদ্র মোহনায় কোস্ট গার্ডের টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া মসজিদে জুম্মার নামাজের খুতবায় ইমামেরা মা ইলিশ রক্ষার গুরুত্ব ও আইন ভঙ্গের শাস্তির বিষয়ে আলোচনা করবেন।

‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’ উপলক্ষে গতকাল সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, মা ইলিশ রক্ষায় ইলিশের বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনায় নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে মৎস্য সংরক্ষণ আইন সংশোধন করে ইলিশ আহরণ নিষিদ্ধের সময়সীমা ২২ দিন করা হয়েছে। এ সময় দেশের জলসীমায় কোনোভাবেই মা-ইলিশ আহরণ করতে দেওয়া হবে না। মা ইলিশ থাকতে পারে এমন নদীতে কাউকে মাছ ধরতে দেওয়া হবে না। নৌ-পুলিশ ও কোস্টগার্ডের টহলের পাশাপাশি অত্যাধুনিক উপায়ে মনিটর করা হবে যেন কোনো নৌকা বা জাহাজ ইলিশ ধরতে না পারে।

মন্ত্রী বলেন, এ বছর বিশ্বে উৎপাদিত মোট ইলিশের ৮০ ভাগের বেশি বাংলাদেশে হয়েছে। ইলিশের আকার ও স্বাদ অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো। ইলিশ একটা সময় দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছিল, নানা প্রচেষ্টায় সেই ইলিশ এখন সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে যাচ্ছে। এই উৎপাদনের ধারা অব্যাহত রাখার জন্য ৩৬ জেলার ১৫২ উপজেলায় কর্মসূচি থাকবে।

এদিকে বরগুনার বেতাগীতে মা ইলিশ সংরক্ষণে স্বেচ্ছাসেবকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় ইলিশ সংরক্ষণে অংশগ্রহণকারী ৩৫ জন স্বেচ্ছাসেবকের মধ্যে পরিচয়পত্র, পোশাক, লাইট ও বাঁশি বিতরণ করা হয়।

পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা রয়েছে ৬৭ হাজার ৯৪০ জন। এর মধ্যে ৫৭ হাজার ২৪৭ জন জেলেকে সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল দেওয়ার কথা জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, আজ মধ্যরাত থেকে দেশের সব নদ-নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, ইলিশ সম্পদ উন্নয়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভায় সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যক্রম শুরু করা হয়েছে। জেলেদের সচেতন করতে তাঁদের নিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে। এ বছরও মা ইলিশ রক্ষা ও ইলিশের প্রজনন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে।

নিষেধাজ্ঞা কার্যকর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে মোট ১ হাজার ৬২৭ জেলের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সোমবার প্রাথমিকভাবে পৌরসভা এলাকার ১২১ ও ইউনিয়ন পর্যায়ের ৩৯৮ জন জেলের মধ্যে চাল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১১:৪০:৩৮   ৭৮৬ বার পঠিত   #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ