কিশোরগঞ্জের হাওরবাসীর স্বপ্নের সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Home Page » জাতীয় » কিশোরগঞ্জের হাওরবাসীর স্বপ্নের সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০



ইটনা- মিঠামইন -অষ্টগ্রাম সড়ক

বঙ্গনিউজঃ হাওড়ে পানি থইথই করছে ।মাঝে মাঝে অনেক দূরে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে।মনে হচ্ছে যেন দ্বীপের মধ্যে গ্রাম,আবার ক্খনো দেখা যাচ্ছে সারি সারি গাছ।সেই হাওড়ের বুক চিড়ে যেন দূর দিগন্তে চলে গেছে আঁকা বাঁকা পিচঢালা পথ।আর এই পথের দ্বারাই পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়েছে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা । হাওরবাসীর কষ্ট লাঘবে কিশোরগঞ্জের দৃষ্টি নন্দন সড়কটি অনিন্দ্যসুন্দর সড়কটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেছেন তিনি।

গণভবন থেকে মিঠামইনের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে উদ্বোধন করা হয় অলওয়েদার সড়কটি। অনুষ্ঠানে মিঠামইন প্রান্তে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। ২০১৬ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক প্রকল্পের নির্মাণ কাজের শুভ সূচনা করেন।

কিশোরগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তর ৮৭৪.০৮ কোটি টাকা ব্যয়ে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। এ প্রসঙ্গে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, সারা বছর চলাচল উপযোগী ‘আবুরা’ সড়কটি নির্মিত হওয়ায় স্থানীয় লোকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি উন্মুক্ত হয়েছে পর্যটন খাতের বিপুল সম্ভাবনার দুয়ার। পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানো গেলে বিশ্বে অন্যতম পর্যটন কেন্দ্র হতে পারে এই হাওর।

একটি মাত্র সড়ক পরিবর্তন হাওরের সামগ্রিক দৃশ্যপট। ইতিমধ্যেই ভ্রমনপিপাসুদের দৃষ্টি কেড়েছে সড়কটি।হাওর এলাকায় উন্মোচন করেছে পর্যটন সম্ভাবনার এক নতুন দিগন্ত।

বাংলাদেশ সময়: ১৩:৩১:৫৯   ৭১৮ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ