কক্সবাজার সমুদ্র সৈকতে ধর্ষণের শিকার এক তরুণী

Home Page » বিবিধ » কক্সবাজার সমুদ্র সৈকতে ধর্ষণের শিকার এক তরুণী
শুক্রবার, ২ অক্টোবর ২০২০



ফাইল ছবি

মিজানুর রহমান শাকিল;প্রতিনিধি; বঙ্গনিউজঃ কক্সবাজার সমুদ্র সৈকতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন নির্জন স্থানে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার তরুণীর বয়স ১৮ বছর। তার বাড়ি চকরিয়া উপজেলায়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল গীয়াস বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভূক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওসমান সরওয়ার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কক্সবাজার শহরের কলাতলী সংলগ্ন আদর্শগ্রাম এলাকার আবুল বশরের ছেলে। ওসমান কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) পরিচালনাকারী।

অভিযোগের বরাত দিয়ে ওসি মুনীর-উল গীয়াস বলেন, ‘ভূক্তভোগী তরুণীর সঙ্গে মোবাইল ফোনে এক ব্যক্তির পরিচয় ঘটে। এ পরিচয়ের সূত্র ধরে বুধবার বিকেলে চকরিয়া থেকে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করতে আসেন ওই তরুণী। তিনি কক্সবাজার সৈকতে পৌঁছার পর থেকে প্রেমিকের মোবাইল ফোন বন্ধ পান। পরে দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর রাত ঘনিয়ে এলে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় পর্যটক ছাতা (কিটকট) ভাড়া নের ওই তরুণী। রাতের একপর্যায়ে ওই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কথা জানায় অভিযুক্ত যুবক। পরে গ্রেপ্তার যুবক বিজিবির উর্মি রেস্তোরা পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত যুবককে আসামি করে মামলা দায়ের হয়েছে। অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভূক্তভোগী তরুণীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১১:৪৪:৩৪   ৬১৯ বার পঠিত   #  #  #




বিবিধ’র আরও খবর


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
দেখা হবে কতো দিনে: রাধাবল্লভ রায়
মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালন
দেশের ১৫ জেলায় ঝড়বৃষ্টির আভাস
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ড. ইউনূসের মামলা বাতিল আবেদন শুনানি ১১ আগস্ট
সীমান্ত ভ্রমণের সাতটি দিন ও প্রাসঙ্গিক কিছু কথা ; পর্ব- ৩৪; স্বপন চক্রবর্তী
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার
ইসফাহান নেসফে জাহান

আর্কাইভ