আবার আসিবে ফিরে- রনজিত চাঙমা

Home Page » সাহিত্য » আবার আসিবে ফিরে- রনজিত চাঙমা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০



রনজিত চাঙমা

যে দিন চলে যায় সেদিন কি কখনও আসে ফিরে?
হয়ত আসে না,অতীত হয়ে যায় স্মৃতির পাতায়,
হয়ত আসে নবরুপে অগ্নিবীণা রুপে,
করে যায় তছনছ অশুভ শক্তি,দেখেছি কত ইতিহাসে।
প্রকৃতির সন্তানেরা প্রকৃতির সাথে অতীতে ছিল মিশে
মা বোনেরা কখনও বনে যেতো একা একা,কখনও দল বেঁধে তরকারী কিংবা লাকড়ি আনিবার,
নির্ভয়ে তারা কখনই জানে নাই,ধর্ষন সেটি কি আবার?
আজ তাদের যেখানে সেখানে ধর্ষণ হতে হয়
পথে ঘাটে,বনে জঙ্গলে কিংবা নিজের আবাস ঘরে,
সে হোক অবোধ শিশু কিংবা অশীতি বৃদ্ধা,কেউ নেই বাদ। আজ সারা দেশ বেসামাল হয়েছে ধর্ষণের তরে।
মনে হয় ধর্ষণ আজ দর্শন শাস্ত্র হয়েছে——-
না হয় কেন আজ এর ব্যাপ্তি হবে ব্যাপক সারা দেশে?
পরিনত হয়েছে ভাইরাসে? মানুষের হৃদপিন্ডে বাস
কেউ কি করবে গবেষনা ধর্ষণ নিয়ে?
কেউ ধর্ষকের পক্ষ নেয়,কঠোর শাস্তি হয়নি অতীতে
তাই ধর্ষক বেড়েই চলেছে উল্লাসে আমাদের চারপাশে,
আমার সবুজ পাহাড় আজ কলংকিত হয়,অতীতে ফিরে যেতে চায়,মাতৃজাতি আগের মতো চলবে ফিরবে হেসে।
আজব কীটগুলো হবে নির্মুল,হবে ধ্বংস একদিন
তাদের জায়গা হবে ইতিহাসের আস্তাকুড়ে,
যে দিন চলে গেছে সেদিন আবার আসবে ফিরে নবরুপে
অপেক্ষায় প্রহর কাটে আমাদের আজ এই বিশ্বাসে।

(২৭/৯/২০২০ইং)
&&&&&&&

বাংলাদেশ সময়: ২০:৫৫:৩১   ৬০৬ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ