নীলা হত্যার আসামি মিজান ৭ দিনের রিমান্ডে,বিচারের দাবিতে ঝড়

Home Page » এক্সক্লুসিভ » নীলা হত্যার আসামি মিজান ৭ দিনের রিমান্ডে,বিচারের দাবিতে ঝড়
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০



 

বিচারের দাবি চেয়ে মানববন্ধনে মাননীয় মন্ত্রী ডাঃ এনামুর রহমান     স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ:  ঢাকার সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার রাত ৮টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার একটি ইটভাটার পাশ থেকে মিজান ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে এই কিশোরীকে নির্মমভাবে হত্যার দ্রুত বিচারের দাবীতে সাভার সহ দেশের সর্বত্র প্রতিবাদের ঝড় উঠেছে।

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বিভিন্ন সংগঠনের নিজ নিজ ব্যানারে আসামীর দ্রুত বিচার কার্যকর করার দাবি জানানো হয়।

ব্যানার হাতে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী  ডাঃ এনামুর রহমানকেও অংশ নিতে দেখা যায়। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে এই হত্যাকান্ডের কঠোর নিন্দা জ্ঞাপন করেন। তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সাভার বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশ হবে সন্ত্রাসমুক্ত,মাদক ও দুর্নীতিমুক্ত। সেই লক্ষ্যকে সামনে রেখে একে একে কঠোর পদক্ষেপ গ্রহন করে চলেছে সরকার।

অন্যান্য বক্তারাও সাভারের ভয়াবহ মাদক,ছিনতাই,ধর্ষণ সহ সকল অসামাজিক কার্যকলাপ অবিলম্বে বন্ধের দাবি জানান। সাভার সম্মিলীত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে মাদকের ভয়াবহ ছোবলের চিত্র তুলে ধরেন স্বরণ কুমার সাহা,শাহানা জাহান সিদ্দীকাসহ আরও অনেকে। তারা এর সমাধানের পথ তুলে ধরে বলেন,ছেলেমেয়েদেরকে বেশী করে সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত করতে হবে। তারা মাননীয় মন্ত্রীর নিকট সাভারে শিল্পকলা একাডেমী স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করে।

সাভার সম্মিলীত সাংস্কৃতিক জোট

ঢাকার বিচারিক হাকিম রাজীব হাসান শনিবার মামলার শুনানি নিয়ে আসামী মিজানের রিমান্ড বাতিলের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ এ তথ্য জানান।

শুনানির বিবরণ তুলে ধরে তিনি জানান, কাঠগড়ায় দাঁড়িয়ে মিজান বিচারকের প্রশ্নের জবাবে বলেছে, আমি নিজে একাই নীলাকে কুপিয়ে মেরেছি। আমার সঙ্গে যারা ছিল তারা হত্যায় অংশ নেয়নি। আমার বন্ধু সেলিম পালোয়ান এবং রাকিব ঘটনার সময় দূরে দাঁড়িয়ে ছিল।

হিন্দু-বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ

মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে নীলা সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলের দশম শ্রেণিতে পড়ত। পৌর এলাকার কাজী মোকমা পাড়ার এক বাড়িতে তার পরিবার ভাড়া থাকে।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়’ গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভার পৌরসভার পালপাড়া এলাকায় নীলাকে ছুরি মেরে হত্যা করা হয়। এ ঘটনায় মিজান ও তার বাবা-মাকে আসামি করে সাভার থানায় হত্যা মামলা করেছেন নীলার বাবা।

নীলা রায়ের হত্যাকারীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই নির্মল কুমার দাস শনিবার বিকালে মিজানকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এদিকে মিজানের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন আইনজীবী আনোয়ারুল ইসলাম শুভ।

নীলার হত্যাকারী মিজানুর রহমান

রিমান্ড আবেদনে বলা হয়, অজ্ঞাতনামা আরও আসামি এবং ব্যবহৃত আরও একটি অস্ত্র উদ্ধারের জন্য মিজানুরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। শুনানি শেষে মিজানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মিজানের বন্ধু সেলিম পালোয়ানকে গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে আরিচা ঘাট থেকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আরেক বিচারক।

সাভারের নাগরিক কমিটি

মিজানকে গ্রেপ্তারের আগে বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলার চারীগ্রাম এলাকা থেকে তার বাবা আব্দুর রহমান (৬০) এবং মা নাজমুন্নাহার সিদ্দিকাকে (৫০) গ্রেপ্তার করে র‌্যাব। শুক্রবার তাদের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। সাভার থানা পুলিশের হেফাজতে তাদের এখন জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশ সময়: ২১:২২:০৩   ৯৮৯ বার পঠিত   #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ