সাভারের স্কুলছাত্রী নীলা হত্যার প্রধান আসামির মা–বাবা গ্রেপ্তার

Home Page » প্রথমপাতা » সাভারের স্কুলছাত্রী নীলা হত্যার প্রধান আসামির মা–বাবা গ্রেপ্তার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০



নীলার হত্যাকারী মিজানুর রহমানের মা-বাবা     বঙ্গ-নিউজ:  স্কুলছাত্রী নীলা রায়ের হত্যাকারী প্রধান আসামি মিজানুর রহমানের বাবা ও মাকে গতকাল রাতে গ্রেপ্তার করে র‍্যাব। ঢাকার সাভারের স্কুলছাত্রী নীলা রায় (১৪) । তাকে হত্যার মামলার প্রধান আসামি মিজানুর রহমানের (২০) মা ও বাবাকে গ্রেপ্তার করা হলেও মুল হত্যাকারী মিজানকে এখনো গ্রেপ্তার  করতে পারেনি।

গতকাল বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আবদুর রহমান (৬০) ও নাজমুন্নাহার সিদ্দিকা।

তবে মামলার মূল আসামি মিজানুরকে এখনো গ্রেপ্তার করতে না পারায় নীলার পরিবার হতাশা প্রকাশ করেছে। এখনো আতঙ্কগ্রস্থ আছে পরিবারটি। তাদেরকে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছিল। ফলে দেড় বছর যাবৎ উত্যক্ত হলেও মেয়ের পরিবার থানায় জিডি করতে পারেনি। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ ও মিজানুরের অভিভাবকদের কাছে জানানো হয়। কিন্তু কোন প্রতিকার পাওয়া যায়নি বলে জানান নীলার মা মুক্তা রায়।

এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গত মঙ্গলবার রাতে মানিকগঞ্জের আরিচাঘাট থেকে গ্রেপ্তার করা হয় সেলিম পালোয়ান নামের এক যুবককে। তিনি মিজানুরের পাশের বাসায় থাকেন। হত্যাকাণ্ডের সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সেলিমকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মিজানুরের বাবা আবদুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে গ্রেপ্তারের পর গতকাল দিবাগত রাত একটার দিকে তাঁদের সাভার থানায় হস্তান্তর করে র‍্যাব। তাঁদের আজ শুক্রবার নীলা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

নীলার পরিবার জানায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নীলাকে হত্যা করেন মিজানুর। মিজানুর স্থানীয় একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

গত রোববার রাত আটটার দিকে ভাইয়ের সঙ্গে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে নীলাকে ছিনিয়ে নিয়ে বখাটে মিজানুর ছুরিকাঘাতে হত্যা করেন বলে অভিযোগ।

এ ঘটনায় নীলার বাবা নারায়ণ রায় গত সোমবার রাতে সাভার থানায় মিজানুর, তাঁর বাবা আবদুর রহমান, মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা করেন।

এদিকে মিজানুরদের বিরুদ্ধে মুখ খোলায় স্থানীয় লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিজানুরের বাবা আব্দুর রহমানের একটি নিজস্ব পরিত্যক্ত বাড়ী আছে। সেখানেই নীলাকে টেনে নিয়ে যায় মিজান। উক্ত পরিত্যক্ত বাড়িটিতে বসতো মাদক সেবনসহ অন্যান্য অসামাজিক কর্মকান্ড।

বাংলাদেশ সময়: ১১:৫২:৫১   ৫৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ