ইনজুরিতে পড়ে আইপিএল মিশন শেষ মিচেল মার্শের!

Home Page » ক্রিকেট » ইনজুরিতে পড়ে আইপিএল মিশন শেষ মিচেল মার্শের!
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০



এই ইনজুরিতেই আইপিএল শেষ মিচেল মার্শের!

ইনাম মাহমুদ রিমন,প্রতিবেদক,বঙ্গ-নিউজঃ কে জানত শুরু হতে না হতেই শেষ হয়ে যাবে মিচেল মার্শের এবারের আইপিএল অভিযান! অ্যাঙ্কেলের চোট ছিটকে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের এই অস্ট্রেলীয় অলরাউন্ডারকে। অবশ্য এরই মধ্যে মার্শের বদলি বেছে নিয়েছে হায়দরাবাদ। মার্শের বদলে হায়দরাবাদের জার্সিতে মাঠে নামবেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডার।

পরশু টুর্নামেন্টে হায়দরাবাদের প্রথম ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এই ম্যাচে বল করতে গিয়ে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান মার্শ। বল হাতে এক ওভারও শেষ করতে পারেননি অস্ট্রেলীয় মিডিয়াম পেসার।

ওভারের দ্বিতীয় বলে মার্শের বিপক্ষে ব্যাট করছিলেন অ্যারন ফিঞ্চ। মিড অনের দিকে খেলেছিলেন ফিঞ্চ, সেটি ডান দিকে ঝাঁপিয়ে ধরার চেষ্টা করেন মার্শ। ওই সময় অ্যাঙ্কেলে চোট পান। একটু একটু খোড়াচ্ছিলেন তিনি। যদিও ওভারটা শেষ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যথার তীব্রতায় সেটা আর হয়নি। মাত্র চার বল করেই সানরাইজার্সের ফিজিওর সহায়তায় মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে।

সাধারণত মিডল অর্ডারে ব্যাট করেন মার্শ। কিন্তু দলের প্রয়োজনে সেদিন দশ নম্বরে ব্যাট করতে নামতে হয়েছিল তাকে। যদিও খুব বেশি সময় মাঠে থাকতে হয়নি, প্রথম বলেই আউট হয়ে ফেরেন। হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ম্যাচ শেষে মার্শকে নিয়ে হতাশা লুকোতে পারেননি, ‘ওকে দেখে মোটেও ভালো মনে হয়নি। কিন্তু ব্যাট হাতে ক্রিজে গিয়ে দুর্দান্ত সাহসের পরিচয় দিয়েছে সে। ’

এই বলেই ইনজুরিতে পড়েন মার্শ

কত দিনের জন্য মার্শকে মাঠের বাইরে থাকতে হবে তা অবশ্য এখনই বলা যাচ্ছে না। তবে অস্ট্রেলিয়ার এই গ্রীষ্মের শুরুতে তাঁর মাঠে ফেরাটা সংশয় হতে পারে। আগামী মাস থেকেই শুরু হবে অস্ট্রেলিয়ার গ্রীষ্মকাল। মার্শ এবারের আইপিএল খেলতে এসেছিলেন দুর্দান্ত ফর্ম নিয়ে। এ মাসেই ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার তিনটি জয়ের দুটিতেই বড় অবদান ছিল মার্শের।

গত ডিসেম্বরে আইপিএলের নিলামে ৪ লাখ ৮ হাজার ডলারে মার্শ ভাইদের ছোটজনকে কিনে নেয় হায়দরাবাদ। এবারের আগে ২০১৭ সালের আইপিএল থেকেও চোটের কারণে বিদায় নিয়েছিলেন মিচেল মার্শ। সে বছর পুনে সুপার জায়ান্টাসের হয়ে খেলেছিলেন জিওফ মার্শ তনয়।

বাংলাদেশ সময়: ১৩:২৭:৪০   ৫২৬ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ