অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় রেকর্ড সংখ্যক তিমির মৃত্যু !

Home Page » এক্সক্লুসিভ » অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় রেকর্ড সংখ্যক তিমির মৃত্যু !
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০



সংগৃহীত ছবি-তাসমানিয়ার উপকূলে আটকে পড়া তিমি     স্বপন চক্রবর্তী, বঙ্গ-নিউজ: জলবায়ু বা বৈরী কোন পরিবেশের কারণে হয়তো তিমি মাছ উপকুলে আসছে। ফলে দলে দলে মৃত্যু ঘটছে এই জলচর বিশালদেহী প্রাণীর। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের উপকূলে আটকা পড়া রেকর্ড সংখ্যক তিমির ৩৮০ টিই মারা গেছে।

গত সোমবার থেকে হিসাব অনুযায়ী,তাসমানিয়ার পশ্চিম উপকূলে মোট ৪৭০টি পাইলট তিমিকে আটকা পড়া অবস্থায় পাওয়া যায়।

সোমবার প্রথম দফায় ম্যাককুয়েরি হেডস এলাকার সৈকতে পাওয়া গিয়েছিল ২৭০ টি পাইলট তিমি। এর মধ্যে মারা যায় অন্তত ৯০ টি। আরও বেশ কিছু তিমি মুমূর্ষু অবস্থায় ছিল। তিমি উদ্ধার অভিযান শুরুর পর আটকা পড়া আরও ২শ’ তিমির সন্ধান মেলে।

দ্বিতীয় দফায় পাওয়া এই দুইশ’ তিমির সবগুলোই মারা গেছে বলে বুধবার নিশ্চিত করে জানিয়েছেন, ‘তাসমানিয়া পার্কস এন্ড ওয়াইল্ড লাইফ সার্ভিস’ ম্যানেজার নিক ডেকা। সব মিলিয়ে মোট মৃত তিমির সংখ্যা ৩৮০ তে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

বিবিসি জানায়, উদ্ধারকারীরা বুধবার বিকাল নাগাদ ৫০ টি তিমি উদ্ধার করতে পেরেছেন এবং আরও ৩০ টিকে উদ্ধার করার চেষ্টা করছেন। অস্ট্রেলিয়ায় তিমি আটকা পড়ার ঘটনাগুলোর ৮০ শতাংশেরও বেশি তাসমানিয়ায় ঘটে।

তাসমানিয়ার সরকারি কর্মকর্তারা বলছেন, যতক্ষণ পর্যন্ত একটি তিমিও জীবিত থাকবে ততক্ষণ উদ্ধার অভিযান চলবে।

৬০ জনের একটি উদ্ধারকারী দল তিমি উদ্ধার অভিযান চালাচ্ছে। তারা জীবিত তিমিগুলোকে টেনে তুলে সাগরে ফেরত পাঠাচ্ছেন। ৫০ টি তিমিকে সাগরে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

কী কারণে তিমিগুলো তীরে চলে এসেছে তা জানা যায়নি। সৈকতে চলে আসার ঘটনাটি তিমিদের এই প্রজাতির ক্ষেত্রেই সবচেয়ে বেশি ঘটে থাকে। অস্ট্রেলিয়ার রেকর্ডে একসঙ্গে এত তিমি আটকা পড়ার এটিই সবচেয়ে বড় ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

এর আগে তাসমানিয়ায় তিমি আটকা পড়ার সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল ১৯৩৫ সালে। তখন উপকূলে ২৯৪টি পাইলট তিমি আটকা পড়েছিল। এরপর সেখানে ২০০৯ সালেও তিমি আটকা পড়ার ঘটনা ঘটেছিল, তখন প্রায় ২০০টি পাইলট তিমি আটকা পড়েছিল।

বাংলাদেশ সময়: ১০:৪৫:২৮   ৬২২ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ