‘করোনা যোদ্ধাদের সম্মানে নাম পরিবর্তন করলেন কোহলি,ডি-ভিলিয়ার্সরা!’

Home Page » ক্রিকেট » ‘করোনা যোদ্ধাদের সম্মানে নাম পরিবর্তন করলেন কোহলি,ডি-ভিলিয়ার্সরা!’
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০



Bongo-news

ইনাম মাহমুদ রিমন,প্রতিবেদক,বঙ্গ-নিউজঃ আইপিএলের ত্রয়োদশ আসরে নিজেদের প্রথম ম্যাচের কয়েক ঘণ্টা আগে থেকে দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অ্যাকাউন্টের নাম বদলে ফেলছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলোয়াড়েরা। এর পেছনের ঘটনা হলো কোভিড-১৯ মহামারীর সময়ে সমাজের প্রয়োজনে হাত বাঁড়িয়ে দেওয়া মানুষদেরকে শ্রদ্ধা জানানো।

Bongo-news

ব্যাঙ্গালোরের অধিনায়ক ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির জার্সিতে লেখা হয়েছে সিমরানজিতের নাম। কোহলিও তার নিজের অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে রেখেছেন সিমরানজিতের নামে। ব্যাঙ্গালোরের তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের জার্সিতে লেখা হয়েছে হেতিকা শাহের নাম। সুন্দরের টুইটার অ্যাকাউন্টের নামও এখন হেতিকা শাহ।

Bongo-news

দলটির দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস তার টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে রেখেছেন নীলাচল পারিদা। লেগ স্পিনার যুযবেন্দ্র চাহালের অ্যাকাউন্টের নাম এখন ডাক্তার নায়েক। এছাড়া নাম পরিবর্তন ছাড়াও খেলোয়াড়েরা তাদের এসব ব্যক্তিদের নাম সম্বলিত জার্সির ছবি বিনিময় করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

Bongo-news

উমেশ যাদবের জার্সি নাম দেওয়া হয়েছে শাহনেওয়াজ শেখের নামে। উমেশ জানিয়েছেন শাহনেওয়াজ নিজের গাড়ি বিক্রি করে দিয়েছেন দুস্থ মানুষদের জন্য অক্সিজেন সিলিন্ডার কিনতে। দুধ বিক্রেতা জিসান জাবিদের নামে দেওয়া হয়েছে দেবদূত পাড়িক্কালের জার্সি। জীসান এই মহামারীর সময়ে গরীব ব্যক্তিদেরকে ১০০ লিটার দুধ বিনামূল্যে দিয়েছেন তাদের পুষ্টি চাহিদা মেটানোর উদ্দেশ্যে।

ওয়াশিংটন সুন্দরের জার্সিতে লেখা হেতিকার গল্প হলো তিনি ফোরএস শিল্ড মাস্ক তৈরিতে রেখেছেন বড় ভূমিকা। শিবম দুবের জার্সি নাম এখন ক্রিসিন রেজো। এই ব্যক্তিও মানুষকে মাস্ক সরবরাহ করার কাজে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

Bongo-news

মরিসের জার্সির নাম নীলাচল এই সময়ে সবজির দোকান দিয়েছেন এবং বৃদ্ধ ও অসহায় মানুষদের জন্য তা বিনামূল্যে বিতরণ করেছেন। এছাড়া এবি ডি ভিলিয়ার্স তার অ্যাকাউন্টের নাম বদলে রেখেছেন পরিতোষ পান্ট। পরিতোষ হলেন একজন হোটেলের মালিক। যিনি এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষকে বিনামূল্যে খেতে দিয়েছেন। দিন মজুর ও তাদের পরিবারের মানুষদেরকে প্রতিদিন দুই বার করে খেতে দিচ্ছেন পরিতোষ।

বাংলাদেশ সময়: ১১:৫৮:৩৮   ৬০৩ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ